শুক্রবার সকালে কমন ইউনিভার্সিটিজ এন্ট্রাস টেস্ট (CUET UG 2022) ফলাফল প্রকাশিত হল। প্রার্থীরা CUET-র অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in থেকে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন। যে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে (অন্যান্য অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়েও) স্নাতক স্তরে ভরতি হতে পারবেন প্রার্থীরা।
কীভাবে CUET UG 2022-র রেজাল্ট দেখতে পারবেন?
১) প্রার্থীদের CUET-র অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in-তে যেতে হবে।
২) পোর্টাল খুললেই ‘Announcement : Welcome to CUET (UG) - 2022 Portal. Login to view/download Score Card’ দেখতে পাবেন। সেইমতো উপরের ডানদিকে ‘Sign in’-তে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।
৩) অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিয়ে 'Login' করুন। স্ক্রিনে আপনার স্কোরকার্ড দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে হবে প্রার্থীদের।
বিশেষ দ্রষ্টব্য: cuet.samarth.ac.in পোর্টাল খুললে 'Public Notice'-র আওতায় '- NTA Declares the Result/NTA Scores of Common University Entrance Test (UG) – 2022 – Reg. Published on 16/09/2022' লিঙ্ক পাবেন। তাতে ক্লিক করলে একটি পিডিএফ খুলে যাবে। তাতে CUET UG পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
কীভাবে কলেজে ভরতির মেধাতালিকা তৈরি করা হবে?
অভিন্ন প্রবেশিকা পরীক্ষা CUET-র আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, মেধাতালিকা তৈরি করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। CUET-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের কাউন্সেলিংয়ের তালিকা তৈরি করবে। সেইসঙ্গে এনটিএয়ের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা যে বিশ্ববিদ্যালয়ে ভরতির আবেদন করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট প্রার্থীর নম্বর (CUET UG-তে প্রাপ্ত নম্বর) জানিয়ে দেওয়া হবে।
একনজরে CUET UG পরীক্ষা
- চলতি বছর মোট ছয় দফার CUET UG পরীক্ষা হয়েছিল। গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছিল পরীক্ষা। চলেছে ৩০ অগস্ট পর্যন্ত। মোট ১৪.৯ লাখ প্রার্থী নাম নথিভুক্ত করেছিলেন। চতুর্থ পর্যায়ের সর্বাধিক ৩.৭২ লাখ প্রার্থীর নাম নথিভুক্ত হয়েছিল।
- দেশের ৯০ বিশ্ববিদ্যালয়ের ৫৪,৫৫৫ সাবজেক্ট কম্বিনেশনের জন্য আবেদন করেছিলেন প্রার্থীরা। মোট ১৩ টি ভাষায় (ইংরেজি, হিন্দি, বাংলা, গুজরাটি, অসমিয়া, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু) প্রশ্নপত্র তৈরি হয়েছিল।