'কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট' (CUET) র মাধ্যমে স্নাতকস্তরে ভর্তির প্রবেশিকার ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল অপ্রাসঙ্গিক হবে না। এই কথা সাফ জানালেন ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার। উল্লেখ্য, চলতি বছরে সিবিএসই পরীক্ষায় দ্বাদশে ৯০ থেকে ৯৫ শতাংশ প্রাপ্ত পড়ুয়াদের সংখ্যায় কমতি দেখা গিয়েছে। এরপরই প্রশ্ন ওঠে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে ইউজিসি কি দ্বাদশের বোর্ড পরীক্ষার নম্বরকে প্রাসঙ্গিকতা দেবে? তারই প্রেক্ষাপটে এল এই জবাব।
উল্লেখ্য, কলেজে ভর্তির ক্ষেত্রে 'কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট' নামের প্রবেশিকা প্রাসঙ্গিক হয়েছে। এদিকে, প্রশ্ন উঠছে কলেজে ভর্তির ক্ষেত্রে এই' কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট' বা সিইউইটি আসায় কি অপ্রাসঙ্গিক হতে পারে দ্বাদশের বোর্ড পরীক্ষার ফলাফল? পিটিআইকে ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার বলেন,'বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকার জন্য যে প্রাথমিক যোগ্যতাগুলি আগে ছিল, তাই বর্তমানে রয়েছে। সেগুলি পরিবর্তন করা হয়নি। যে যোগ্যতাগুলির মধ্যে রয়েছে, ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে যে কোনও স্বীকৃত বোর্ড বা তার সমকক্ষ কোনও কিছুর থেকে। এমনকি দ্বাদশের ফলাফলের নম্বর বিভিন্ন ক্ষেত্রে নির্ভর করবে নানা প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের নিরিখে।' ইউজিসির প্রধান বলছেন,'বোর্ড পরীক্ষা হল একটি অ্যাচিভমেন্ট টেস্ট'। সেখানে সিইউইটির পরীক্ষাকে 'সিলেকশন টেস্ট' বলে আখ্যা দিয়েছেন তিনি। আর তার জেরেই এম জগদেশ কুমার বলছেন, ‘দ্বাদশের বোর্ড পরীক্ষা সম্ভবত অপ্রাসঙ্গিক হচ্ছে না।’
জগদেশ কুমার বলেন, জেইই ও নিট বাদে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রাথমিক যোগ্যতার ঘরানায় কোনও পরিবর্তন আসছে না। আর এগুলিই একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বড় বিষয়। তিনি বলছেন, কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে ‘কমন টেস্ট’ দেওয়ার নীতি রয়েছে। জগদেশ কুমার বলেন,' ন্যাশনাল টেস্টিং এজেন্সি আপাতত কাজ করছে উচ্চ পর্যায়ের কমন অ্যাপটিটিউড টেস্টের দ্বারা।' তাঁর মতে এই টেস্টগুলি নিজের জ্ঞানকে পরখ করে নেওয়ার সুযোগ দেয়। এতে এই পরীক্ষাগুলির জন্য আলাদা কোচিংয়েরও দরকার পড়ে না, বলে জানাচ্ছেন তিনি। তাঁর মতে, এই পরীক্ষার দ্বারা প্রতিটি পড়ুয়ার পছন্দের বিষয়ে তাঁর কতটা ইচ্ছা আগ্রহ রয়েছে ও তাঁর আগের ফলাফল কেমন সেই বিষয়ে, এই সমস্তটাই এক একটি বিশ্ববিদ্যালয় যাচাই করে নেবে। তবে তিনি বলছেন, ‘সিইউইটি আসার ফলে পড়ুয়াদের ওপর বোর্ডের পরীক্ষায় যে বেশি নম্বর পাওয়ার চাপ থাকে, তা কমবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup