জানা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলি তাদের পরীক্ষার্থী... more
জানা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলি তাদের পরীক্ষার্থীদের প্রবেশিকা পরীক্ষার পার্সেন্টাইল নয়, এই বছর ‘নরমালাইজড স্কোর’ ই তুলে ধরবে। সেই অনুযায়ী তৈরি হয়েছ মেরিট লিস্ট।
1/4ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশিত করল তাদের গৃহিত প্রথম ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’এর ফলাফল। এর আগে ১৫ জুুলাই থেকে ৩০ অগস্টের মধ্যে ৬ টি দফায় এই পরীক্ষা গৃহিত হয়। তার ফলাফল প্রকাশিত হল আজ। ১৪.৯ লাখ পরীক্ষার্থী এতে অংশ নেন। দেশের ২৫৯ শহরে ৪৮৯ সেন্টারে এই পরীক্ষার আয়োজন করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
2/4এর আগেই, জানা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলি তাদের পরীক্ষার্থীদের প্রবেশিকা পরীক্ষার পার্সেন্টাইল নয়, এই বছর ‘নরমালাইজড স্কোর’ ই তুলে ধরবে। সেই অনুযায়ী তৈরি হয়েছ মেরিট লিস্ট। স্কোরকার্ডে পারসেন্টাইল ও নরমালাইজড স্কোর তুলে ধরায় পড়ুয়ারা ব্যাপকভাবে বিভ্রান্ত। এনটিএ বলছে, ১০০ পারসেন্টাইল ৩০ টি বিষয়ে অন্তত ২০ হাজার জন করেছেন। ফলে পারসেন্টাইল নিয়ে বিভ্রান্তি রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/4যে ওয়েবসাইট থেকে এই ফলাফল দেখা যাবে, তা হল cuet.samarth.ac.in। সেখানে গিয়ে CUET UG 2022 result link এ ক্লিক করতে হবে। এরপর NTA CUET এর অ্যাপ্লিকেশন নম্বর সহ যাবতীয় তথ্যাদি দিয়ে লগ ইন করতে হবে। এরপর CUET UG 2022 এর ফলাফলের অ্যাকসেস নিতে হবে। তাতেই দেখা যাবে ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4 সিইউইটি ইউজির স্কের কার্ড অনুযায়ী মেরিট লিস্ট তৈরির কথা বিশ্ববিদ্যালয়গুলির। তারা সেই মেরিট লিস্ট অনুযায়ী নেবে ভর্তি। যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি এই পরীক্ষার আওতায় রয়েছে, তারাই কেবল ভর্তি নিচ্ছে এই মেরিট লিস্ট অনুযায়ী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)