DRDO CEPTAM Recruitment 2022: কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-তে চাকরির সুযোগ। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং ITI পাশ যুবকদের নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা। DRDO-র সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্টে(CEPTAM) শূন্যপদ রয়েছে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ানের পদে ১,৯০০-রও বেশি শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২২।
বয়স সীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। এসসি, এসটি, ওবিসি বা বিশেষভাবে সক্ষম ক্যাটাগরিতে নিয়মমাফিক বয়সের উর্ধ্বসীমায় ছাড় মিলবে।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - গ্রেড বি
মোট শূন্যপদের সংখ্যা- ১,০৭৫টি
যোগ্যতা- বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং স্নাতক, কৃষি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, উদ্ভিদবিদ্যা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরি সায়েন্স, ম্যাথস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি, মেডিকেল ল্যাব টেকনোলজি, ফটোগ্রাফি, ফিজিক্স, প্রিন্টিং টেকনোলজি, সাইকোলজি, টেক্সটাইল, বা প্রাণিবিদ্যায় স্নাতক হতে হবে।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে এই লিঙ্কে ক্লিক করুন।
টেকনিশিয়ান - গ্রেড এ
মোট শূন্যপদের সংখ্যা- ৮২৬টি
দশম পাশ এবং আইটিআই - অটোমোবাইল, বুক বাইন্ডার, কার্পেন্টার, সিএনসি অপারেটর, সিওপিএ, ড্রাফটসম্যান (মেকানিক্যাল), ডিটিপি অপারেটর, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, ফিটার, গ্রাইন্ডার, মেশিনিস্ট, মেকানিক (ডিজেল), মোটর মেকানিক, পেইন্টার , ফটোগ্রাফার, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার, শীট মেটাল ওয়ার্কার, টার্নার, ওয়েল্ডার।