বাংলা নিউজ > কর্মখালি > Indian Railways recruitment: হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে শুরু হচ্ছে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ RRCER-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর-সহ পাশ করতে হবে। তার পাশাপাশি NCVT/SCVT-র তালিকাভুক্ত ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। 

আরও পড়ুন:  JEE Main Exam 2022 New Dates: ২ মাস পিছিয়ে গেল জয়েন্ট পরীক্ষা, দেখুন নয়া সূচি

বয়সসীমা

১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের তারিখ

রেজিস্ট্রেশন আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে। আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে।

মোট শূন্যপদ

নিয়োগের মাধ্যমে ২,৯৭২​​টি পদ পূরণ করা হবে।

শূন্যপদের বিবরণ

হাওড়া বিভাগ: ৬৫৯টি পদ

লিলুয়া বিভাগ: ৬১২টি পদ

শিয়ালদহ বিভাগ: ২৯৭টি পদ

কাঁচরাপাড়া বিভাগ: ১৮৭টি পদ

মালদহ বিভাগ: ১৩৮টি পদ

আসানসোল বিভাগ: ৪১২টি পদ

জামালপুর বিভাগ: ৬৬৭টি পদ

আবেদন মাধ্যম

আবেদনপত্র অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। আবেদন জমার অন্য কোনও পদ্ধতি গ্রহণ করা হবে না।

আবেদন ফি

আবেদন ফি জেনারেল পুরুষদের জন্য ১০০ টাকা। তবে, SC/ST/PWBD/মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

বন্ধ করুন