বাংলা নিউজ > কর্মখালি > Mother's Day: মাতৃদিবসে এক উড়ানে বিমানসেবিকা মা ও মেয়ে! ভাইরাল IndiGo-র ভিডিয়ো

Mother's Day: মাতৃদিবসে এক উড়ানে বিমানসেবিকা মা ও মেয়ে! ভাইরাল IndiGo-র ভিডিয়ো

ফাইল ছবি: ইন্ডিগো (IndiGo)

ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে বিমানসেবিকা যাত্রীদের কাছে নিজেকে নাবিরা শশ্মী হিসাবে পরিচয় দিচ্ছেন। এরপরে তিনি তাঁর মাকে ডেকে নেন। তিনি বলেন, এই প্রথম তিনি একই কেবিন ক্রুর সদস্য হিসাবে তাঁকে ইউনিফর্মে বিমানে কাছে পেলেন। আবেগঘন মুহূর্তে, গর্বিত মা তাঁর চোখের জল ধরে রাখতে পারছিলেন না।

রবিবার, ১৪ মে বিশ্বব্যাপী মাতৃ দিবস পালিত হয়েছে। মায়েদের সম্মান জানাতে এই বিশেষ দিন পালন করা হয়। অনেকেই এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁদের মায়ের ছবি, ভিডিয়ো, বিভিন্ন কাহিনী শেয়ার করেছেন। তবে তাদের মধ্যে নজর কেড়েছে এক বিমানসেবিকার পোস্ট। এই বিশেষ দিনে এক ইন্ডিগো এয়ার হোস্টেস তাঁর মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন। মজার বিষয় হল, তাঁর মা-ও, সেই একই উড়ানে কেবিন ক্রু হিসাবে কাজ করছেন। আরও পড়ুন: Indigo Viral Video: ভিডিয়ো-আপনার চাকর নই! দুর্ব্যবহার করা যাত্রীকে সপাটে উত্তর বিমানসেবিকার

ভিডিয়োর ক্যাপশনে ইন্ডিগো টুইটে লিখেছে, 'এমন একজন, যিনি সব সময় আমার পাশে, মাটিতে এমনকি আকাশেও পাশে থাকেন। মাতৃ দিবসের শুভেচ্ছা।'

ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে বিমানসেবিকা যাত্রীদের কাছে নিজেকে নাবিরা শশ্মী হিসাবে পরিচয় দিচ্ছেন। এরপরে তিনি তাঁর মাকে ডেকে নেন। তিনি বলেন, এই প্রথম তিনি একই কেবিন ক্রুর সদস্য হিসাবে তাঁকে ইউনিফর্মে বিমানে কাছে পেলেন। আবেগঘন মুহূর্তে, গর্বিত মা তাঁর চোখের জল ধরে রাখতে পারছিলেন না।

'আমি তাঁকে কেবিনের সব কাজ করতে দেখেছি। আর আজ আমি তাঁরই সঙ্গে একই দায়িত্বে আছি। গত ছয় বছর ধরে, আমি তাকে এই PA-তে কথা বলতে দেখেছি। অবশেষে আজ আমার হাতে সেটি। আশা করি আজ আমি তাঁর গর্বের কারণ হয়ে উঠতে পারব,' বলেন নাবিরা শশ্মী।

ঘোষণা শোনার পর তাঁর মাকে মেয়ের গালে স্নেহের চুম্বন এঁকে দিতে দেখা গেল। তাঁর চোখে আনন্দের অশ্রু। যাত্রীদেরও মা-মেয়ের জন্য করতালি দিতে দেখা গেল। পুরো কেবিন জুড়ে যেন এক আবেগ, ভালবাসার পরিবেশ।

দেখুন সেই ভিডিয়ো:

মা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সকলে তাঁদের একসঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ইন্ডিগোকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের ভবিষ্যতের জন্য শুভ কামনাও জানিয়েছেন অনেকে।

একজন ব্যবহারকারী লিখেছেন, 'হৃদয়স্পর্শী ভালবাসা। শুভ মাতৃদিবস। এটি আমার দিনটা অনেক সুন্দর করে দিয়েছে।' আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, 'মাতৃ দিবসে মা এবং মেয়েকে একই ফ্লাইটে রাখার জন্য ইন্ডিগোর রোস্টার ডিপার্টমেন্টকে সাধুবাদ জানাই।' বিমানসেবিকা নাবিরা শশ্মী ভিডিয়োটি রিটুইট করেছেন। তিনি লিখেছেন, 'অবশেষে স্বপ্ন সত্যি হল।' আরও পড়ুন: Indigo-এ মাতাল যাত্রীর বমি সাফ করছেন বিমানসেবিকারা, ভাইরাল ছবি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন