টুইটারে গণছাঁটাই চলছে। এমন পরিস্থিতিতে ফেসবুকের মালিক সংস্থাতেও এই ছাঁটাই বেশ তাত্পর্যপূর্ণ। তবে বিশ্লেষকদের মতে, টুইটারের মতো মেটার এই ছাঁটাই আকস্মিক বলা যায় না। চলতি বছরের শুরু থেকে মেটার শেয়ার ৭৩.১৮% পড়েছে।
1/5চলতি সপ্তাহে বড়সড় ছাঁটাই পর্ব হতে পারে মেটা(Meta)-তে। ফেসবুকের মালিক সংস্থা থেকে হাজার হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এই বিষয়ে ওয়াকিবহাল মহল এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালকে। গত সপ্তাহে বুধবারই সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেটা কর্তৃপক্ষ যদিও এই রিপোর্টের প্রেক্ষিতে মন্তব্য করতে অস্বীকার করেছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5আরেক সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারে গণছাঁটাই চলছে। এমন পরিস্থিতিতে ফেসবুকের মালিক সংস্থাতেও এই ছাঁটাই বেশ তাত্পর্যপূর্ণ। তবে বিশ্লেষকদের মতে, টুইটারের মতো মেটার এই ছাঁটাই আকস্মিক বলা যায় না। চলতি বছরের শুরু থেকে মেটার শেয়ার ৭৩.১৮% পড়েছে। ফাইল ছবি: এপি (REUTERS)
3/5একের পর এক খারাপ আয়ের রিপোর্ট, মেটাভার্সের পিছনে বিপুল বিনিয়োগ, মেটাভার্সের ভবিষ্যত নিয়ে সংশয়, বর্তমান ডেমো-র সমস্যা, অ্যাপেলের প্রাইভেসি পরিবর্তন, সবকিছুরই প্রভাব পড়েছে এই শেয়ার দরে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5এছাড়া এমনিতেও বর্তমানে বিশ্বজুড়ে এক আসন্ন আর্থিক মন্দার আবহ রয়েছে। এর ফলে প্রায় সব দেশেই প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে পতন দেখা দিয়েছে। সংস্থাগুলিও কর্মীদের সংখ্যা কমিয়ে, নতুন নিয়োগ বন্ধ রেখে কোনওমতে খরচ কমানোর চেষ্টা করছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5সংস্থার সিইও মার্ক জাকারবার্গ যদিও আশাবাদী। তাঁর মতে, মেটাভার্স একটি দীর্ঘমেয়াদী বিষয়। এই বিনিয়োগের ফল পেতে প্রায় এক দশক সময় লাগবে। আর এই লম্বা সময় ধরে খরচে নিয়ন্ত্রণ রাখতে নিয়োগ বন্ধ করতে হয়েছে সংস্থাকে। বিভিন্ন অন্য প্রকল্পে ঝাঁপ ফেলতে হয়েছে। খরচ কমানোর জন্য বিভিন্ন টিমকে পুনর্গঠন করা হয়েছে। ফাইল ছবি: এপি (REUTERS)