বাংলা নিউজ > কর্মখালি > Twitter-এর পর এবার Facebook-এর মূল সংস্থা Meta-তে হতে পারে ছাঁটাই: রিপোর্ট

Twitter-এর পর এবার Facebook-এর মূল সংস্থা Meta-তে হতে পারে ছাঁটাই: রিপোর্ট

টুইটারে গণছাঁটাই চলছে। এমন পরিস্থিতিতে ফেসবুকের মালিক সংস্থাতেও এই ছাঁটাই বেশ তাত্পর্যপূর্ণ। তবে বিশ্লেষকদের মতে, টুইটারের মতো মেটার এই ছাঁটাই আকস্মিক বলা যায় না। চলতি বছরের শুরু থেকে মেটার শেয়ার ৭৩.১৮% পড়েছে।

অন্য গ্যালারিগুলি