বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশিকা মেনেই আগামী সেপ্টেম্বরের মধ্যে হবে চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা। জানিয়ে দিল ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন : ফোনে জানা যাবে করোনা পরীক্ষার ফল, খরচ ৪০০ টাকা, নয়া ডিভাইস তৈরি IIT খড়্গপুরের
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউজিসি এবং অসম সরকারের যাবতীয় নির্দেশিকা মেনে আগামী সেপ্টেম্বরের মধ্যে সমস্ত স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা হবে। ইউজিসির নির্দেশ মতো সেই পরীক্ষা অনলাইন, অফলাইন এবং দু'ভাবেই দেওয়ার সুযোগ থাকবে। একইসঙ্গে ৩০ অগস্টের মধ্যে পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিলআপ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,অন্যান্য বর্ষ বা সেমেস্টারের পড়ুয়াদের ক্ষেত্রেও ইউজিসির নির্দেশ মেনে চলা হবে। তাঁদেরও পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে, যাতে পরবর্তী সেমেস্টার বা বর্ষের ডেটাবেস তৈরি করা যায়। সেই প্রক্রিয়াও ৩০ অগস্টের শেষ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।