পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। নিজের অবস্থানে অনড় থেকে সোমবার একথা বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে পড়ুয়াদের যাতে অসুবিধার মুখে পড়তে না হয়, সেজন্য এই কাজ করা হয়েছে। অনলাইন, অফলাইন বা দুটি মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষার আয়োজন করতে পারবে।’
পোখরিয়ালের দাবি, আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান মজবুত করবে নয়া শিক্ষানীতি। তিনি বলেন, ‘২০৩৫ সালের মধ্যে আমরা গ্রস এনরোলমেন্ট রেশিয়ো (জিইআর) বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা একটা বড়সড় লক্ষ্যমাত্রা। সেজন্য সাড়ে তিন কোটির বেশি পড়ুয়াকে নথিভুক্ত করতে হবে। এই জাতীয় শিক্ষানীতি হল দেশ গড়ার ভিত্তি। গবেষণার (মান) কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে আপনাদের পরিকল্পনা করার আর্জি জানাচ্ছি আমি। আমরা বরাবরই বিশ্ববিদ্যালয়গুলিকে স্বায়ত্তশাসন দেওয়ার পক্ষে। ধাপে ধাপে কীভাবে ৪৫,০০০ ডিগ্রি কলেজের মান বাড়ানো যায় এবং তাদের স্বায়ত্তশাসন প্রদান করা যায়, সেই বিষয়টি দেখছি আমরা। আপাতত মাত্র ৮,০০০ স্বাশাসিত কলেজ আছে। ধাপে ধাপে সেই সংখ্যাটি বাড়ানো হবে।’