বাংলা নিউজ > কর্মখালি > Final Semester Exam Updates: বিপর্যয় মোকাবিলা আইনে UGC-র নির্দেশিকা বাতিল হতে পারে? জবাব তলব সুপ্রিম কোর্টের

Final Semester Exam Updates: বিপর্যয় মোকাবিলা আইনে UGC-র নির্দেশিকা বাতিল হতে পারে? জবাব তলব সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)

চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা নিয়ে কাটল না জট।

চূড়ান্ত টার্ম পরীক্ষা বাতিল নিয়ে হলফনামা দাখিল করেছিল মহারাষ্ট্র ও দিল্লি সরকার। তা নিয়ে উত্তর দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) সময় বরাদ্দ করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ইউজিসি যে নির্দেশিকা জারি করেছে, বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় তা বাতিল হতে পারে কিনা, সে বিষয়েও জবাব চেয়েছে শীর্ষ আদালত।

পরীক্ষা বাতিলের মামলার শুনানিতে সোমবার পড়ুয়াদের আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব সওয়াল করেন, রাজ্য কী উত্তর দিল, সেটা উদ্বেগের বিষয় নয়। বরং বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থার আইনি বৈধতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

যদিও মহারাষ্ট্র এবং দিল্লি সরকারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ‘মহারাষ্ট্র ও দিল্লি সরকার যে হলফনামা পেশ করেছে, তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশিকার (গত ৬ জুলাইয়ের নির্দেশিকা) পরিপন্থী। যখন ডিগ্রি প্রদানের একমাত্র প্রতিষ্ঠান হল ইউজিসি, তখন কীভাবে রাজ্য সরকারগুলি পরীক্ষা বাতিল করতে পারে এবং আশা করে যে ইউজিসি ডিগ্রি প্রদান করবে!’ 

পাশাপাশি দুই রাজ্য সরকারের হলফনামার উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় চান মেহতা। সেই আর্জি মঞ্জুর করে বিচারপতি অশোক ভূষণের নেতৃৃত্বাধীন বেঞ্চ। পাশাপাশি বেঞ্চ জানায়, আগামী ১৪ অগস্ট (শুক্রবার) মামলাটির ফের শুনানি হবে।

বন্ধ করুন