বাংলা নিউজ > কর্মখালি > Final Semester Exams Update: 'পড়ুয়ারা পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাক',চূড়ান্ত সেমেস্টার নিয়ে সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

Final Semester Exams Update: 'পড়ুয়ারা পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাক',চূড়ান্ত সেমেস্টার নিয়ে সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

'পড়ুয়ারা পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাক', চূড়ান্ত সেমেস্টার নিয়ে সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে যে কেন্দ্র অনড়, তা শুক্রবার আরও একবার স্পষ্ট করে দেওয়া হল।

চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে যে কেন্দ্র অনড়, তা শুক্রবার আরও একবার স্পষ্ট করে দেওয়া হল। সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হল, পড়ুয়ারা যেন পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান।

আরও পড়ুন : কারা প্রথম করোনার টিকা পাবেন, ভাবনাচিন্তা করছে কেন্দ্র

করোনাভাইরাস পরিস্থিতিতে চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা বাতিলের জন্য ৩১ জন পড়ুয়ারা যে আবেদন জানিয়েছেন, শুক্রবার সুপ্রিম কোর্টের সেই মামলার শুনানি চলছিল। যশ দুবে নামে এক আবেদনকারীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, করোনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে, তা উপেক্ষা করেছে ইউজিসি। তিনি বলেন, 'ফাইনাল টার্মের পরীক্ষা বাতিলে স্বর্গ ভেঙে পড়বে না।'  

আরও পড়ুন : CAT 2020- অনলাইন রেজিস্ট্রেশন শুরু ৫ অগস্ট থেকে

তাতে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা ২০ জুলাইয়ের। কীভাবে ৬ জুলাইয়ের নির্দেশিকায় সেই বিষয়টি বিবেচনা করতে পারে (ইউজিসি)? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা পরীক্ষা সংক্রান্ত ছিল না।’

আরও পড়ুন : স্কুলশিক্ষকের যোগ্যতায় ৪ বছরের BEd ডিগ্রি আবশ্যিক করছে কেন্দ্র

পরে করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা আয়োজন করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ। প্রত্যুত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'আমরা করব। সোমবারের মধ্যে। কেউ যেন মনে না করে, তাঁরা প্রস্তুতি নিতে পারছেন না। পড়ুয়াদের উচিত, পরীক্ষার প্রস্তুতি নেওয়া।'

বন্ধ করুন