কোটায় 'যুব শক্তি সংবাদ' অনুষ্ঠানে যোগ দিয়ে নির্মলা জানান, এই নবীন প্রজন্মের উপস্থিতিতে তিনি খুব খুশি। তাদের এই উত্সাহ তাঁকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এই উত্সাহই ভারতকে এগিয়ে নিয়ে চলেছে, বলেন তিনি।
1/5রবিবার রাজস্থানের কোটায় পড়ুয়াদের সঙ্গে হালকা আলাপচারিতায় মেতে ওঠেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মজার সুরে বলেন, রবিবার আর পড়তে হবে না। একইসঙ্গে সকল পড়ুয়াদের আগামিদিনে দেশের নেতৃত্বের রাশ ধরার লক্ষ্য নিয়ে এগিয়ে চলার আহ্বান করেন তিনি। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5'রবিবার পড়তে হবে না,' খুনসুটির স্বরে বলতে শোনা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তখন তিনি যেন কোনও দুঁদে কেন্দ্রীয় মন্ত্রী নন। বরং পড়ুয়াদের আপন কেউ। তাঁর কথা শুনেই হাসির রোল ওঠে পড়ুয়াদের মধ্যে। ফাইল ছবি: এএনআই (PTI)
3/5দেশের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে এই কোটায় প্রতি বছর অসংখ্য পড়ুয়া আসেন। এখান থেকেই ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, সরকারি চাকরির সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নেন তাঁরা। ফাইল ছবি: এএনআই (PTI)
4/5 কোটায় 'যুব শক্তি সংবাদ' অনুষ্ঠানে যোগ দিয়ে নির্মলা জানান, এই নবীন প্রজন্মের উপস্থিতিতে তিনি খুব খুশি। তাদের এই উত্সাহ তাঁকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এই উত্সাহই ভারতকে এগিয়ে নিয়ে চলেছে, বলেন তিনি। ফাইল ছবি: এএনআই (PTI)
5/5 অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বও সারেন নির্মলা সীতারামন। সমস্ত শিক্ষার্থীকে আসন্ন পরীক্ষার জন্য এদিন শুভেচ্ছা জানান তিনি। ফাইল ছবি: পিটিআই (PTI)