আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া, টেক কোম্পানির কথা এখন ভাবাই যায় না। এমন পরিস্থিতিতে গুগলকে তাই এআই খাতে আরও শক্তিশালী হতে হবে। ওপেন এআই-ও এখন চ্যাটজিপিটি বানিয়ে মার্কেটের অনেকটা নিজের দখলে এনেছে। গুগলের জেমিনি এআই-ও ধীরে ধীরে সাফল্যের সিঁড়ি চড়ছে। এই মোক্ষম সময়ে টেক জায়ান্ট গুগল বড় পদক্ষেপ করেছে। এক প্রাক্তন কর্মচারীকে পুনরায় নিয়োগের জন্য বিপুল পরিমাণ অর্থ প্রদান করেছে কোম্পানি৷
কেন একজন কর্মীকে ফেরাতে ২২৫৮৪২১৯৩৯০০ টাকা দিল গুগল
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিয়াস নামে পরিচিত এই ব্যক্তির নাম নোয়াম শাজির। শাজির আগে গুগলের উপর রাগ করে, নিজের স্টার্টআপ শুরু করার জন্য চাকরি ছেড়ে দেন। এখন তাঁকে আবার নিয়োগ করতে চায় গুগল। তাই ২.৭ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২২৫৮৪২১৯৩৯০০ টাকা দিয়ে তাঁকে কোম্পানিতে ফিরিয়েছে গুগল।
আরও পড়ুন: (Forbes 2024 Richest Indians List: ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার)
ঠিক এই কারণে গুগলের চাকরি ছাড়েন নোয়াম
৪৮ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাজির ২০০০ সালে প্রথম গুগলে যোগ দেন। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে গুগলের সঙ্গে কাজ করার পর, তিনি ২০২১ সালে কোম্পানি ছেড়ে চলে যান, কারণ গুগল তখন তাঁর একটি চ্যাটবট লঞ্চের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। এই চ্যাটবটটি শাজির তাঁর সঙ্গী ড্যানিয়েল ডি ফ্রেইটাসের সঙ্গে তৈরি করেছিলেন। এর পরে, শাজির এবং ড্যানিয়েল ক্যারেক্টার.এআই তৈরি করেন, যা পরবর্তীতে সিলিকন ভ্যালির অন্যতম স্টার্টআপে পরিণত হয়। তথ্য অনুযায়ী, শাজিরের এই এআই মডেলটি মানুষের স্তরের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে পারে।
আসলে ২০১৭ সালে, নোয়াম যে চ্যাটবট তৈরি করেছিল, তা এতটাই উন্নত ছিল যা মানুষের সঙ্গে অনেক বিষয়ে কথা বলতে পারে। সেই সময়, তিনি এই চ্যাটবটের নাম দেন মীনা। এর উপযোগিতা সম্পর্কে শাজিরএতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি বলেছিলেন, একদিন এই চ্যাটবটটি গুগলের সার্চ ইঞ্জিনকেই প্রতিস্থাপন করে দেবে। কিন্তু গুগলের শীর্ষ ম্যানেজমেন্ট মনে করেছিল যে এটি লঞ্চ করা ঠিক হবে না। ফলে গুগলের সঙ্গে ঝামেলা হয় নোয়ামের। ক্ষুব্ধ হয়ে কোম্পানিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: (No Work Holiday: ধুলো জমবে ল্যাপটপে, ঘুরে বেড়াবেন কর্মীরা! সেলের পর ৯ দিনের লম্বা ছুটি দিল কোম্পানি)
এখন গুগলের জন্য কী কাজ করবেন শজির
সম্প্রতি, গুগল ঘোষণা করেছে যে শাজির এখন গুগলের এআই ইউনিট ডিপমাইন্ডে যোগ দিতে চলেছেন। নিজের ক্যারেক্টার.এআই কোম্পানিকে গুগলের হাতে তুলে দেওয়ার জন্য এবং পুনরায় কোম্পানিতে কাজ শুরুর জন্য গুগলের থেকে এত টাকা পেয়েছেন। এই চুক্তির পরে, শাজিরের স্টার্টআপ গুগলের ইন্টেলিজেন্স সম্পত্তির অংশ হয়ে গিয়েছে। এখন গুগলে ফিরে আসার পর, নোয়াম শজির কোম্পানির পরবর্তী প্রজন্মের এআই মডেল জেমিনির লেটেস্ট ভার্সন তৈরিতে নেতৃত্ব দেবেন।
এ প্রসঙ্গে, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন বলেছেন, গুগল আগে এআই এপ্লিকেশন স্থাপনে একটু ইতস্তত বোধ করেছে। কিন্তু এখন আর নয়। যত দ্রুত সম্ভব নোয়াম শজিরের হাত ধরে এআই প্রযুক্তি বিকাশ ও লঞ্চ করবে গুগল।