শিক্ষক, ক্লার্ক ও কাউন্সেলর মিলিয়ে মোট ৭,০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ করবে দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB) । অনলাইনে আবেদন করতে হবে। ১. প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক শিক্ষক, ২. প্রাইমারি অ্যাসিসট্যান্ট শিক্ষক ও ৩. অ্যাসিসট্যান্ট শিক্ষক(নার্সারি) পদে শিক্ষকদের নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক শিক্ষকের ক্ষেত্রে স্নাতকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে ৫০% নম্বর-সহ উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে প্রাইমারি এডুকেশন/নার্সারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা পাশ। এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক, কাউন্সেলর, হেডক্লার্কের পদেও নিয়োগ করা হবে।
ক্লার্কের পদে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হলেই হবে। সঙ্গে টাইপিং স্পিড চাই। মিনিটে ৩৫টি শব্দের গতি থাকতে হবে। হিন্দির ক্ষেত্রে ৩০টি শব্দের গতি থাকতে হবে।
কাউন্সেলরের পদের ক্ষেত্রে সাইকোলজি বা অ্যাপ্লায়েড সাইকোলজি বিষয়ে স্নাতক হতে হবে। সঙ্গে কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ করতে হবে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
হেডক্লার্কের পদের জন্য যে কোনও শাখায় স্নাতক হতে হবে। সঙ্গে কম্পিউটারে বেসিক জানতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট www.dsssbonline.nic.in এ আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন করার শেষ তারিখ ২৪ জুন, ২০২১।
ফি : আবেদন করতে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। অন্যান্য তালিকাভুক্তদের ক্ষেত্রে কোনও আবেদনের ফি লাগবে না।