কলকাতা পৌর নিগমের অধীনে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আবেদন জানাতে হবে ৩১ অগস্টের মধ্যে।
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি কমিশনার-এর (WBMSC) মাধ্যমে মোট ৮৫৮টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্রের আহ্বান করা হয়েছে। এই পদগুলির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। জেনে নেওয়া যাক আবেদনের খুঁটিনাটি সম্পর্কে।
মোট শূন্যপদ: ৮৫৮টি
পদের নাম: মজদুর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইন মাধ্যমেই শূন্যপদের জন্য আবেদন জানানো যাবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছর। তফসিলি জাতি ও উপজাতির জন্য অতিরিক্ত ৫ বছর এবং পশ্চিমবঙ্গের ওবিসি তালিকাভুক্তদের জন্য অতিরিক্ত ৩ বছর ছাড় দেওয়া হচ্ছে। পিডব্লিউডি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত ধার্য হয়েছে।
প্রার্থী বাছাই: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা ও ক্ষেত্র পরীক্ষার মাধ্যমে। পুরুষ ও নারী, উভয় প্রার্থীরাই আবেদন জানাতে পারেন।
আবেদন ফি: অনলাইন আবেদনপত্রের সঙ্গে ২২০ টাকা ফি দেওয়া আবশ্যিক। তফসিলি জাতি ও উপজাতি, ওবিসি ও পিএইচ গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ৭০ টাকা। পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং প্রক্রিয়ার মাধ্যমে। এ ছাড়া, ব্যাঙ্কের চালানের মাধ্যমেও এই ফি জমা দেওয়া যাবে।
অনলাইন আবেদন করতে হবে WBMSC এর নিজস্ব ওয়েবসাইট
www.mscwb.org মাধ্যমে। অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৩১ অগস্ট, ২০২০।