বাংলা নিউজ > কর্মখালি > অষ্টম শ্রেণি পাশ করলেই মিলছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি, আবেদন ৩১ অগস্টের মধ্যে

অষ্টম শ্রেণি পাশ করলেই মিলছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি, আবেদন ৩১ অগস্টের মধ্যে

মোট ৮৫৮টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্রের আহ্বান করা হয়েছে।

শুধুমাত্র অনলাইন মাধ্যমেই শূন্যপদের জন্য আবেদন জানানো যাবে।

কলকাতা পৌর নিগমের অধীনে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আবেদন জানাতে হবে ৩১ অগস্টের মধ্যে।

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি কমিশনার-এর (WBMSC) মাধ্যমে মোট ৮৫৮টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্রের আহ্বান করা হয়েছে। এই পদগুলির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। জেনে নেওয়া যাক আবেদনের খুঁটিনাটি সম্পর্কে।

মোট শূন্যপদ:  ৮৫৮টি

পদের নাম: মজদুর

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ

আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইন মাধ্যমেই শূন্যপদের জন্য আবেদন জানানো যাবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছর। তফসিলি জাতি ও উপজাতির জন্য অতিরিক্ত ৫ বছর এবং পশ্চিমবঙ্গের ওবিসি তালিকাভুক্তদের জন্য অতিরিক্ত ৩ বছর ছাড় দেওয়া হচ্ছে। পিডব্লিউডি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত ধার্য হয়েছে।

প্রার্থী বাছাই: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা ও ক্ষেত্র পরীক্ষার মাধ্যমে। পুরুষ ও নারী, উভয় প্রার্থীরাই আবেদন জানাতে পারেন।

আবেদন ফি: অনলাইন আবেদনপত্রের সঙ্গে ২২০ টাকা ফি দেওয়া আবশ্যিক। তফসিলি জাতি ও উপজাতি, ওবিসি ও পিএইচ গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ৭০ টাকা। পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং প্রক্রিয়ার মাধ্যমে। এ ছাড়া, ব্যাঙ্কের চালানের মাধ্যমেও এই ফি জমা দেওয়া যাবে। 

অনলাইন আবেদন করতে হবে WBMSC এর নিজস্ব ওয়েবসাইট 

www.mscwb.org মাধ্যমে। অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৩১ অগস্ট, ২০২০।

বন্ধ করুন