Government teaching jobs vacancy- সরকারি শিক্ষক পদে নিয়োগের নোটিশ, জেনে নিন আবেদনের তারিখ, যোগ্যতা
1 মিনিটে পড়ুন . Updated: 18 Aug 2021, 05:45 PM IST- স্থায়ী নয়, চুক্তিভিত্তিক হিসাবে শিক্ষকদের নিয়োগ করবে নবীন পট্টনায়ক সরকার।
সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওড়িশা সরকার। তবে স্থায়ী নয়, চুক্তিভিত্তিক হিসাবে শিক্ষকদের নিয়োগ করবে নবীন পট্টনায়ক সরকার।
ওড়িশার সরকারি স্কুলগুলিতে সব মিলিয়ে কয়েক হাজার শূন্যপদ খালি আছে। করোনা পরিস্থিতিতে নিয়োগ বন্ধ, মৃত্যু, অবসর গ্রহণ ইত্যাদির জন্য আরও বেড়েছে এই শূন্যপদের সংখ্যা। সেই কারণেই এবার দ্রুত সেই শূন্যপদ পূরণ করা হচ্ছে।
কবে থেকে আবেদন?
আগামী ২৩ অগস্ট সকাল ১১টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে।
ওয়েবসাইটের লিঙ্ক: dseodisha.in-এ আবেদনপত্র ভরতে হবে।
আবেদনের শেষ তারিখ : আগামী ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
কী কী বিষয়ে শিক্ষক নিয়োগ?
হিন্দি, সংস্কৃত ও ফিজ্যিকাল এডুকেশানের শিক্ষক নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ কত?
হিন্দি শিক্ষক : ২,০৫৫
সংস্কৃত শিক্ষক : ১,৩০৪
ফিজ্যিকাল এডুকেশান শিক্ষক : ১,২৬০
শিক্ষাগত যোগ্যতা :
হিন্দি শিক্ষক :
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে হিন্দিতে ইলেক্টিভ/অপশনাল/ পাশ/অনার্সে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। SC/ST/PwD/SEBC প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর হলেই চলবে। এর পাশাপাশি, নিম্নলিখিতের মধ্যে যে কোনও একটি থাকতে হবে,
১. কেন্দ্রীয় হিন্দি সংস্থা থেকে হিন্দি নিয়ে পাশ
২. B.H.Ed ডিগ্রি
৩. দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভা ছেকে হিন্দিতে B.Ed
সংস্কৃত শিক্ষক:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে ইলেক্টিভ/অপশনাল/অনার্স/পাসে, ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। SC/ST/PwD/SEBC প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর। এর পাশাপাশি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে NCTE অনুমোদিত শিক্ষা শাস্ত্রী (সংস্কৃত) কোর্সে উত্তীর্ণ হতে হবে।
ফিজ্যিকাল এডুকেশান শিক্ষক :
ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। SC/ST/PwD/SEBC প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর হলেই চলবে। এর পাশাপাশি স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে C.P.Ed/B.P.Ed/M.P.Ed ডিগ্রি থাকতে হবে।