ডেটা এন্ট্রি অপারেটর, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর। এই সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক। এছাড়াও মলিকিউলার বায়োলজিস্ট পদেও নিয়োগ করা হবে সরকারের তরফে।
মলিকিউলার বায়োলজিস্ট পদের জন্যে ২টি শূন্য পদ রয়েছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হল মলিকিউলার বায়োলজি, ভাইরোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োমেডিকেল ল্যাবরেটরী সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট, লাইফ সায়েন্স-এ স্নাতকোত্তর। তাছাড়া ভাইরোলজি ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা বা আরটিপিসিআর পরীক্ষা করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন করার বয়সসীমা ৬৫ বছর। প্রাথমিক ভাবে এই পদের জন্য মাসিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
এছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৪টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন জানাতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ। পাশাপাশি থাকতে হবে মেডিকেল ল্যাব টেকনোলজিতে স্নাতক অথবা ডিপ্লোমা। মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজিতে স্নাতকরাও আবেদন জানাতে পারবেন। স্নাতকোত্তর হলেও এই পদে আবেদন জানাতে হবে। এই পদে আবেদন জানাতে ভাইরোলজি ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা বা আরটিপিসিআর পরীক্ষা করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন করার বয়সসীমা - ১০/৮/২০২০ তারিখে ৪০ বছর বা তার কম হতে হবে।
এছাড়া ডেটা এন্ট্রি পদে ৪টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন জানাতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। তাছাড়া সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটে কাজের দক্ষতা থাকা অত্যাবশ্যক। মিনিটে ৩০টি শব্দের গতি থাকতে হবে আবেদনকারীর। তাছাড়া সরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীকে।
আবেদন জানাতে ফর্ম পূরণ করে recruitmentkalimpong@gmail.com-এ ইমেল করুন। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখে কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। মলিকিউলার বায়োলজি এবং ল্যাব টেকনিশিয়ান পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী ৬ অগাস্ট। কালিম্পং নার্সিং ট্রেনিং স্কুলে, সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে এই ইন্টারভিউ নেওয়া হবে।