উত্তর এবং পশ্চিম ভারতে বিপুল শূন্যপদে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন।
কোন পদ?
ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। তাই আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই-এর প্রশিক্ষণ থাকা আবশ্যিক।
আরও পড়ুন : RRB NTPC CBT 2 Exam 2022: দিন ঘোষণা পরীক্ষার, এই ৫ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে
কটি শূন্যপদ?
মোট ১,১৯৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৬২৬টি শূন্যপদ উত্তর ভারতের রিজিয়নে। বাকি ৫৭০ টি শূন্যপদ পশ্চিম ভারত রিজিয়নে।
বয়সসীমা :
১৮-২৪ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণী, যেমন SC, OBC, ST-র ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় নিয়মমাফিক ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন : BOB Recruitment 2022: রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কে ম্যানেজার পোস্টে প্রায় ২০০ শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?
কীভাবে আবেদন করতে হবে?
ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। দুটি রিজিয়নের ক্ষেত্রে আবেদনের তারিখ ভিন্ন।
ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://iocl.com/apprenticeships
আবেদনের শেষ তারিখ :
উত্তর ভারত রিজিয়নে আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি । অন্যদিকে পশ্চিম ভারত রিজিয়নে আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি।