
Govt jobs: পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে ১,২০০ এর বেশি শূন্যপদে নিয়োগ
১ মিনিটে পড়ুন . Updated: 10 Dec 2020, 08:10 AM IST- ২০২১ সালের শুরুতেই এই বিভাগে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন।
খুব শীঘ্রই রাজ্য সরকারের কৃষি বিভাগে নিয়োগ শুরু হবে। নবান্ন সূত্রে খবর, 'কৃষি প্রযুক্তি সহায়ক' পদে প্রায় ১২০০ আসন এখন ফাঁকা হয়েছে। এই পদে আগে যাঁরা কাজ করতেন তাঁদের সকলের পদোন্নতি হওয়ায় এই শূন্য স্থান তৈরি হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের শুরুতেই এই বিভাগে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন।
যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক পাশ। যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও দৈহিক প্রতিবন্ধীরা ৮ বছরের ছাড় পাবেন।
প্রার্থীদের বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে।
পরীক্ষা পদ্ধতি:
কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে 'পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন'। দুটি পর্যায়ে পরীক্ষা হবে। ১২০ নম্বরের প্রথম পর্বের পরীক্ষা হবে ইংরেজি, অ্যারিথমেটিক ও জেনারেল স্টাডিজ বিষয়ে। দ্বিতীয় পর্বে ৩০ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি বিষয়ে।
বেতন:
মাসিক বেতন ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকার মধ্যে হবে। গ্রেড পে ২,৯০০ টাকা।