করোনা আবহে মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে শিক্ষার্থীদের পরিবর্তে অভিভাবকের স্বাক্ষর হলেই রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। শুক্রবার এই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে, ১৭ অগস্ট পর্যন্ত পর্ষদের রিজিওনাল অফিসগুলির মাধ্যমে রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর নিয়েই রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্র জমা দেওয়া যেত। কিন্তু এবছর এই অভূতপূর্ব পরিস্থিতিতে স্কুলগুলি বন্ধ। ছাত্রছাত্রীদের পক্ষে স্কুলে এসে রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্রে স্বাক্ষর করা অসম্ভব। এ নিয়ে বিতর্ক তৈরি হয়। তারপরই পর্ষদ রিভিউ ও স্ক্রুটিনি সংক্রান্ত নিয়মের সংশোধন করে নয়া নির্দেশিকা জারি করল।
অন্যদিকে রাজ্যের স্কুলগুলি থেকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনেই শুক্রবার কলকাতা ও শহরতলীর একাধিক স্কুল অভিভাবকদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেয়।
এদিন দক্ষিণ কলকাতার বিনোদিনী গার্লস হাই স্কুল থেকে শুরু করে বালিগঞ্জ গভমেন্ট প্রত্যেকটি স্কুলে অভিভাবকরা সামাজিক দূরত্ব বিধি মেনেই মার্কশিট ও সার্টিফিকেট নেন। কোনও কোনও স্কুলে মার্কশিট ও সার্টিফিকেট নেওয়ার জন্য যাতে অভিভাবকরা হুড়োহুড়ি না করতে পারেন সেজন্য নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর দিয়ে গোল করে দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা করা হয়। অভিভাবকরা দূরত্ব বজায় রেখে চক দিয়ে গোল করা অংশে লাইনে দাঁড়িয়ে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করেন।
এদিন অবশ্য মার্কশিট ও সার্টিফিকেট নেওয়ার সময় রিভিউ ও স্ক্রুটিনি সম্পর্কে অবিভাবকদের নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি স্কুলগুলি। তবে আজ মধ্যশিক্ষা পর্ষদের তরফে রিভিউ ও স্ক্রুটিনি সম্পর্কে নির্দেশিকা বেরোনোর পর অনেকটাই স্বস্তিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।