বাংলা নিউজ > কর্মখালি > #RIPTwitter ট্রেন্ডিং! স্মৃতিমেদুর নেটিজেনরা, গুরুগম্ভীর আবহ, হাসছেন মাস্ক

#RIPTwitter ট্রেন্ডিং! স্মৃতিমেদুর নেটিজেনরা, গুরুগম্ভীর আবহ, হাসছেন মাস্ক

ছবি : রয়টার্স (Reuters)

শ'য়ে শ'য়ে টুইটার কর্মী গণ-ইস্তফার পরিকল্পনা করছেন। অবস্থা এমনই যে আগামী সোমবার পর্যন্ত টুইটারের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে সকলের আশঙ্কা, এখানেই বুঝি টুইটারের ইতি। আর সেই কারণেই সেই টুইটারেই এখন অনেকে হ্যাশট্যাগ হিসাবে #RIPTwitter লিখছেন।

টুইটারেই ট্রেন্ডিং টুইটার কর্মীদের '#RIPTwitter' টুইট। খটমট লাগছে? একটু সহজে ব্যাখা করা যাক। ইলন মাস্কের অধিগ্রহণের পর থেকেই টুইটারে শুরু হয়েছে ছাঁটাই। সংস্থায় থাকা কর্মীদের জন্যও কড়া নোটিশ দিয়েছেন নয়া মালিক। রীতিমতো 'আল্টিমেটাম' দিয়ে জানিয়ে দিয়েছেন যে, টুইটারে থাকতে হলে প্রচণ্ড পরিশ্রমী হতে হবে। নয় তো চাকরি ছেড়ে দিন। আর এরপরেই সংস্থা থেকে বিদায় নিচ্ছেন কর্মীদের এক বড় অংশ। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ'য়ে শ'য়ে টুইটার কর্মী গণ-ইস্তফার পরিকল্পনা করছেন। অবস্থা এমনই যে আগামী সোমবার পর্যন্ত টুইটারের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে সকলের আশঙ্কা, এখানেই বুঝি টুইটারের ইতি। গোটা সংস্থায় কোনও কর্মী না থাকলে সেটি চালাবে কে? আর সেই কারণেই সেই টুইটারেই এখন অনেকে হ্যাশট্যাগ হিসাবে #RIPTwitter লিখছেন। রীতিমতো ট্রেন্ডিং হয়ে গিয়েছে এই হ্যাশট্যাগ। এতটাই ট্রেন্ডিং যে ইলন মাস্ক নিজেই সেটি নিয়ে মিম শেয়ার করেছেন। আরও পড়ুন: মুড়ি-মুড়কির মতো ছাঁটাই করে টুইটার চালাতে 'নেতা'-র খোঁজে ইলন মাস্ক

ছবি: টুইটার
ছবি: টুইটার (Twitter)

কাজের স্থান নিয়ে তথ্য প্রদানকারী একটি অ্যাপ 'ব্লাইন্ড'। তাদের সমীক্ষা অনুযায়ী, মোট ১৮০ জনের মধ্যে ৪২% কর্মীই টুইটারের 'খাঁচা' ছেড়ে মুক্ত বিহঙ্গ হতে চাইছেন। অনেকে এখনও নিশ্চিত নন। উল্লেখযোগ্য বিষয় হল, ৭% কর্মী জানিয়েছেন, তাঁরা টুইটারে এখনও কাজ করতে ইচ্ছুক। এর জন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত তাঁরা।

কর্মী ছাঁটাইয়ের পিছনে ইলন মাস্কের সবচেয়ে বড় যুক্তি ছিল লোকসান। টুইটার বিশ্বের অন্যতম বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে। কিন্তু তার ব্যয় বিপুল। কর্মীদের মোটা টাকা বেতন, সুযোগ-সুবিধা, বিশাল অফিস, খাবার দাবারের পিছনে কোটি কোটি টাকা ব্যয় হয়। আর তাতে রাশ টেনেই সংস্থাকে লাভজনক করার চেষ্টায় নয়া মালিক ইলন মাস্ক।

শুধু তাই নয়, তাঁর মতে শুধুমাত্র টুইটার ব্লু বা অ্যাড রেভেনিউ থেকে মুনাফা করা যাবে না। এর জন্য টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ডের সাবস্ক্রিপশন ব্যবস্থা লাগু করছেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে তুমুল সমালোচনা।

পুরো বিষয়টি নিয়ে যদিও 'ডোন্ট কেয়ার' মনোভাব ইলন মাস্কের। এক টুইটের রিপ্লাইতে তিনি জানান, যে কর্মীরা থেকে যাবেন, তাঁরা প্রত্যেকেই পরিশ্রমী। ফলে তিনি এটা নিয়ে খুব একটা চিন্তিত নন। আরও পড়ুন: 'ভালো-ভালো কর্মীরাই থেকে যাচ্ছে’, গণ-ইস্তফায় ডোন্ট কেয়ার মনোভাব ইলন মাস্কের

তাঁর চিন্তিত না হওয়ার অবশ্য আরও একটি কারণ রয়েছে। ইলন জানান, টুইটার নিয়ে এত বেশি সংবাদমাধ্যমে হইচই হচ্ছে যে, বর্তমানে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে মোট ব্যবহারকারীর সংখ্যা। যদিও রিপোর্ট অনুযায়ী, কিছু সংখ্যক উচ্চপদস্থ কর্মীদের চাকরি না ছাড়ার জন্য নিজেই অনুরোধ করেছেন ইলন মাস্ক।

বন্ধ করুন