গত তিন বছরে মহামারীর কিছুটা চোখরাঙানি ছিল। তবে এই বছর পরিস্থিতি স্বাভাবিক। তাই কোনও রাখঢাক ছাড়াই দীপাবলি উপভোগ করতে ঢালাও খরচ করেছেন আমজনতা। ফলে সেগুলি ডেলিভারির জন্য লজিস্টিক, ই-কমার্স এবং ফুড টেক প্ল্যাটফর্মগুলি শেষ মুহূর্তে প্রচুর কর্মী নিয়োগ করেছে।
1/5উত্সবের মরসুমে অনলাইন কেনাকাটার চাহিদা বৃদ্ধি। আর সেটি পূরণের জন্য রেকর্ড সংখ্যক কর্মী নিয়োগ করেছে বিভিন্ন সংস্থা। রেকর্ড ৪,০০,০০০ গিগ এবং অস্থায়ী কর্মী নিয়োগ করেছে সংস্থাগুলি। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5কর্মী নিয়োগ সংস্থার মতে, গত তিন বছরে মহামারীর কিছুটা চোখরাঙানি ছিল। তবে এই বছর পরিস্থিতি স্বাভাবিক। ফাইল ছবি: টুইটার (Reuters)
3/5তাই কোনও রাখঢাক ছাড়াই দীপাবলি উপভোগ করতে ঢালাও খরচ করেছেন আমজনতা। ফলে সেগুলি ডেলিভারির জন্য লজিস্টিক, ই-কমার্স এবং ফুড টেক প্ল্যাটফর্মগুলি শেষ মুহূর্তে প্রচুর কর্মী নিয়োগ করেছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
4/5ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের সভাপতি লোহিত ভাটিয়া জানালেন, প্রাক-মহামারী, উৎসবের মরসুমে প্রায় ২ লক্ষ কর্মী নিয়োগ করা হচ্ছিল। তবে এখন সংগঠিত অস্থায়ী কর্মীদের নিয়োগ ৪ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5স্বল্প-মেয়াদী কাজকে সাধারণত গিগ কর্মী বলা হয়। ই-কমার্স এবং ফুড টেক প্ল্যাটফর্মের কর্মীরা সাধারণত গিগ কর্মী হন। গত সপ্তাহে প্রকাশিত মিন্টের রিপোর্ট অনুযায়ী, ভারতীয়রা গত ৩০ দিনে ইলেকট্রনিক সামগ্রী এবং গহনার ক্ষেত্রে বেশি পরিমাণে টাকা খরচ করেছে। ফাইল ছবি- মিন্ট (Reuters)