যত সময় যাচ্ছে, তত বাড়ছে সিবিএসই-র ফলাফল নিয়ে জল্পনা। যদিও বিষয়টি নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশ হলে পরীক্ষার্থীরা ডিজিলকারে ফলাফল দেখতে পারেন এবং মার্কশিট পেতে পারেন। কীভাবে ডিজিলকারে অ্যাকাউন্ট খুলবেন? জেনে নিন…
শিক্ষার্থীরা কীভাবে ডিজিলকারে তাদের অ্যাকাউন্টে গিয়ে একটি পিন দিয়ে নথি পেতে সক্ষম হবেন?
১) CBSE-র দশম ও দ্বাদশের পরীক্ষার্থীরা ডিজিলকারে তাদের মার্কশিট তথা পাসিং সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট পেতে পারেন।
২) শিক্ষার্থীরা প্রথমে cbseservices.digilocker.gov.in/activatecbse-এ যান।
৩) ‘Get Started with Account Confirmation’-এর লিঙ্কে ক্লিক করুন।
৪) আপনার ক্লাস নির্বাচন করুন এবং স্কুল কোড, রোল নম্বর এবং ছয় সংখ্যার নিরাপত্তা পিন প্রবেশ করে Next-এ ক্লিক করুন।
৫) এখন আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি লিখুন এবং সাবমিট বোতামে ক্লিক করুন।
৬) এখন আপনার ডিজিলকার অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে। ডিজিলকার অ্যাকাউন্টে যান।
৭) CBSE ফলাফল প্রকাশের পরে, আপনি ‘ইস্যুড ডকুমেন্টস সেকশন’ বিভাগে গিয়ে মার্কশিট, পাসিং সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট পেতে পারেন।
কীভাবে Digilocker-র মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে (CBSE Board Results 2022)?
১) Digilocker-র অফিসিয়াল ওয়েবসাইট digilocker.gov.in-তে যেতে হবে। মোবাইল অ্যাপও ডাউনলোড করা যাবে।
২) আধার কার্ডের মতো তথ্য দিতে হবে।
৩) হোমপেজে 'Central Board of Secondary Education' ফোল্ডার থাকবে। তাতে ক্লিক করতে হবে
৪) স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে। সেই পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।