IBPS ক্লার্ক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হল। জুলাইয়ের পয়লা দিনেই ‘Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র তরফে জানানো হয়েছে যে আজ থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তারপর প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবেন প্রার্থীরা। হবে প্রিলিমিনারি পরীক্ষা। তারপর ধাপে-ধাপে মেন পরীক্ষা হয়ে চূড়ান্ত নিয়োগ করা হবে। ঠিক কবে প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেটা একেবারে নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে কোন মাসে পরীক্ষা হবে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মোট ৬,১২৮ পদে নিয়োগ করা হবে।
IBPS ক্লার্ক নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখ
১) অনলাইনে আবেদনের সময়: ১ জুলাই থেকে ২১ জুলাই।
২) অনলাইনে টাকা জমা দেওয়ার সময়সীমা: ১ জুলাই থেকে ২১ জুলাই।
৩) প্রি-এক্সামিনেশন ট্রেনিং: ১২ অগস্ট থেকে ১৭ অগস্ট অগস্ট।
৪) অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার জন্য কললেটার (অ্যাডমিট কার্ড) ডাউনলোড: অগস্ট, ২০২৪।
৫) অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা: অগস্ট, ২০২৪।
৬) প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট: সেপ্টেম্বর, ২০২৪।
৭) অনলাইনে মেন পরীক্ষার জন্য কললেটার (অ্যাডমিট কার্ড) ডাউনলোড: সেপ্টেম্বর বা অক্টোবর, ২০২৪।
৮) অনলাইনে মেন পরীক্ষা: অক্টোবর, ২০২৪।
৯) প্রভিশনাল অ্যালটমেন্ট: এপ্রিল, ২০২৫।
IBPS ক্লার্ক নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া - ক্লিক করুন এখানে
IBPS ক্লার্ক নিয়োগ প্রক্রিয়ার বয়সসীমা
প্রার্থীদের ন্যূনতম বয়স ২০ হতে হবে। আর সর্বোচ্চ বয়স হতে পারে ২৮। অর্থাৎ যাঁরা ১৯৯৬ সালের ২ জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন এবং যাঁরা ২০০৪ সালের ১ জুলাইয়ের পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হয়েছে।
১) তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী: ৫ বছর।
২) অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (নন-ক্রিমি লেয়ার) প্রার্থী: ৩ বছর।
৩) বিশেষভাবে সক্ষম প্রার্থী: ১০ বছর।
প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন কী হবে?
১) ইংরেজি: ৩০ নম্বর (৩০টি প্রশ্ন), ২০ মিনিট বরাদ্দ থাকবে।
২) নিউমেরিক্যাল এবিলিটি: ৩৫ নম্বর (৩৫টি প্রশ্ন), ২০ মিনিট পাবেন।
৩) রিজনিং এবিলিটি: ৩৫ নম্বর (৩৫টি প্রশ্ন), ২০ মিনিট দেওয়া হবে।
অর্থাৎ মোট ১০০ নম্বর থাকবে। আর মোট ৬০ মিনিট (এক ঘণ্টা) মিলবে। তিনটি বিভাগের জন্য আলাদা-আলাদা করে ২০ মিনিট বরাদ্দ থাকবে। বিষয়টা আরও ভেঙে বলতে গেলে আপনি যদি ভাবেন যে আপনার নিউমেরিক্যাল এবিলিটি অংশটা শক্তিশালী, সেটা দ্রুত শেষ করে ফেলবেন আর বাড়তি সময়টা রিজনিং এবিলিটিতে দেবেন, সেটা হবে না।
মেন পরীক্ষার প্যাটার্ন কী হবে?
১) জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস: ৫০ নম্বর (৫০টি প্রশ্ন), ৩৫ মিনিট বরাদ্দ।
২) ইংরেজি: ৪০ নম্বর (৪০টি প্রশ্ন), ৩৫ মিনিট বরাদ্দ।
৩) রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড: ৬০ নম্বর (৫০টি প্রশ্ন), ৪৫ মিনিট বরাদ্দ।
৪) কোয়ানটিটিয়েটিভ অ্যাপটিটিউড: ৫০ নম্বর (৫০টি প্রশ্ন), ৪৫ মিনিট বরাদ্দ।
অর্থাৎ মোট ১৬০ মিনিটের পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষা হবে ২ ঘণ্টা ৪০ মিনিট। মোট ১৯০টি প্রশ্ন থাকবে। নম্বর হল ২০০।
নেগেটিভ মার্কিং থাকবে
অবজেকটিভ টেস্টের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। কোনও প্রশ্নের উত্তর না দিলে অর্থাৎ ফাঁকা রেখে দিলে নেগেটিভ মার্কিং হবে না। যে নিয়ম প্রিলিমিনারির পাশাপাশি মেন পরীক্ষার ক্ষেত্রেও প্রয়োজ্য হবে।
আরও পড়ুন: 17000 Job vacancy: ১৭,০০০ পদে নিয়োগ করবে SSC, জানুন বিস্তারিত পরীক্ষা পদ্ধতি