কবে কোন পরীক্ষা হবে, তার সম্ভাব্য সূচি প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। ২০২২-২৩ সালে ক্লার্ক, প্রবেশনারি অফিসার, রুরাল রিজিওনাল ব্যাঙ্ক (আরআরবি) এবং স্পেশালিস্ট অফিসার (এসও) নিয়োগের প্রিলিমিনারি ও মেন পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।
আইবিপিএস ক্লার্ক নিয়োগের পরীক্ষার (IBPS Clerk 2022) সম্ভাব্য সূচি:
রবিবার আইবিপিএসের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ অগস্ট, ৩ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর ক্লার্কের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। মেন পরীক্ষা হতে পারে আগামী ৮ অক্টোবর।
আইবিপিএস প্রবেশনারি অফিসার নিয়োগের পরীক্ষার (IBPS PO 2022) সম্ভাব্য সূচি:
আবার প্রবেশনারি অফিসার (পিও) নিয়োগের পরীক্ষা অক্টোবর এবং নভেম্বরে হবে। প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী ১৫, ১৬ এবং ২২ অক্টোবর। আগামী ২৬ নভেম্বর মেন পরীক্ষার সম্ভাব্য দিন নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে আইবিপিএস।
আইবিপিএস স্পেশালিট অফিসার নিয়োগের পরীক্ষার (IBPS SO 2022) সম্ভাব্য সূচি:
আগামী ২৪ এবং ৩১ ডিসেম্বর হতে পারে প্রিলিমিনারি পরীক্ষা। মেন পরীক্ষা হতে পারে ২০২৩ সালের ২৯ জানুয়ারি।
আইবিপিএস আরআরবি পরীক্ষার (IBPS RRB 2022) সম্ভাব্য সূচি:
অফিস অ্যাসিসট্যান্ট এবং অফিসার স্কেল ১-এর প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ৭, ১৩, ১৪, ২০ এবং ২১ অগস্ট। অফিসার স্কেল ১-এর মেন পরীক্ষা ২৪ সেপ্টেম্বর হতে পারে। অফিস অ্যাসিসট্যান্ট নিয়োগের মেন পরীক্ষার সম্ভাব্য তারিখ ১ অক্টোবর। আবার ২৪ সেপ্টেম্বর অফিসার স্কেল ২ এবং ৩-এর একটি পরীক্ষা হতে পারে।