বাংলা নিউজ > কর্মখালি > IBPS Exam Dates 2021: কবে হবে PO, Clerk, SO-সহ অন্যান্য পরীক্ষা? জেনে নিন

আগামী জুন মাসে প্রকাশিত হতে পারে IBPS এর RRB, Clerk এবং SO-র নোটিফিকেশন। যদিও গত ৩ ফেব্রুয়ারি চলতি বছরে পরীক্ষার সম্ভাবন্য দিনক্ষণ প্রকাশ করে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন।

IBPS RRB এবং IBPS Cler-এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী আগস্ট মাসেই হওয়ার কথা। এছাড়া PO এবং SO-র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা যথাক্রমে অক্টোবর ও ডিসেম্বর মাসে।

পরীক্ষাপ্রিলিমিনারীমেইন
IBPS RRB১,৭,৮,১৪,২১ অগস্ট২৫ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর
IBPS Clerk২৮ ও ২৯ অগস্ট এবং ৪ ও ৫ সেপ্টেম্বর৩১ অক্টোবর
IBPS PO৯,১০, ১৬ এবং ১৭ অক্টোবর২৭ নভেম্বর
IBPS SO১৮ এবং ২৬ ডিসেম্বর৩০ জানুয়ারি

যদিও করোনা পরিস্থিতির উপরেই পুরোটা নির্ভরশীল। করোনা বিধি-নিষেধ জারি থাকলে সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে

নির্বাচন প্রক্রিয়া (Selection Process):

অনলাইন পরীক্ষা হবে। দুটি স্তর- প্রিলিমিনারি ও মেইন। এর পাশাপাশি স্থানীয় ভাষার উপরেও দক্ষতার পরীক্ষা হবে।

প্রিলিমিনারিতে ১ ঘণ্টা সময়ে তিনটি ক্ষেত্র থেকে মূলত প্রশ্ন করা হয়। ইংরেজি, অঙ্ক ও রিজনিং। পরীক্ষার মান ক্রমেই কঠিনতর হচ্ছে বলে মত অনেক পরীক্ষার্থীদেরই। সেই সঙ্গে কম সময়ে বেছে বেছে বেশি উত্তর করার দক্ষতাও প্রয়োজন।

ক্লার্কের তুলনায় PO স্তরের পরীক্ষার মান-ও অনেকটাই বেশি। সেই অনুযায়ী দুটিরই প্রস্তুতি নিতে হবে পরীক্ষার

যোগ্যতা (Eligibility Criteria):

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক বা সমতুল্য হতে হবে।


বন্ধ করুন