ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন পরীক্ষার আইবিপিএস আরআরবি ক্লার্ক প্রিলিমস ফলাফল ২০২৪ ঘোষণা করা হয়েছে। অফিস সহকারী পদের জন্য প্রাথমিক লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ibps.in আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এই পরীক্ষার ফলাফল জানার জন্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড জানতে হবে। আগামী ৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত এই ফলাফল জানা যাবে।
এই প্রিলি পরীক্ষাটা হল একটা কোয়ালিফায়িং পরীক্ষা। এর সঙ্গে চূড়ান্ত সিলেকশনের কোনও ব্যাপার নেই। ফাইনাল সিলেকশনটা পরবর্তী মেইন যে পরীক্ষা হবে তার যে ফলাফল বের হবে তার উপর নির্ভর করছে।যে সমস্ত প্রার্থীরা প্রিলিতে সফল হবেন তারাই পরবর্তী মেইন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
কীভাবে এই পরীক্ষার ফলাফল দেখতে পাবেন?
একাধিক ধাপ পার হওয়ার পরে এই পরীক্ষার ফলাফল দেখতে পাওয়া যাবে।
১) অফিসিয়াল ওয়েবসাইট ibps.rrb.in এখানে যেতে হবে।
২)হোমপেজে রেজাল্ট স্ট্যাটাসের জন্য নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। CRP RRB-XXI অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এভাবেই ফলাফল দেখতে হবে।
৩) লিঙ্কটা চেক করার পরে নতুন পেজ দেখতে পাবেন। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড দিন।
৪) এরপর রেজাল্ট দেখতে পাবেন।
৫) এই রেজাল্টটা আপনার ডিভাইসেই সেভ করে রাখতে পারেন। প্রয়োজনে একটা প্রিন্ট আউট বের করে রাখতে পারেন। ভবিষ্যতে এটা কাজে লাগতে পারে।
৬) যারা পরীক্ষা দিয়েছেন তারা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের উপর নজর রাখুন। সেখানেই আপনি যাবতীয় আপডেট পাবেন।