আজ থেকে শুরু হল আইবিপিএস স্পেশালাইজড অফিসারের (এসও) রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মোট শূন্যপদের সংখ্যা ১,৮২৮। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের (আইবিপিএস) অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-তে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা:
মোট শূন্যপদের সংখ্যা ১,৮২৮। আইটি অফিসার পদে ২২০ জন, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার পদে ৮৮৪ জন, রাজভাষা অধিকারী পদে ৮৪ জন, ল অফিসার পদে ৪৪ জন, হিউম্যান রিসোর্স/পার্সোনেল অফিসার পদে ৬১ জন এবং মার্কেটিং অফিসার পদে ৫৩৫ জনকে নিয়োগ করা হবে। বিভিন্ন পদে নিয়োগের জন্য বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। কোন পদে শিক্ষাগত যোগ্যতা কী, তা দেখে নিন -
গুরুত্বপূর্ণ তারিখ:
১) অনলাইনে আবেদন শুরুর তারিখ - ৩ নভেম্বর।
২) অনলাইনে আবেদন শেষের তারিখ - আগামী ২৩ নভেম্বর।
৩) অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ - আগামী ২৩ নভেম্বর।
৪) অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা - আগামী ২৬ ডিসেম্বর।
৫) প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট - আগামী বছরের জানুয়ারিতে।
৬) মেন পরীক্ষা - আগামী বছরের ৩০ জানুয়ারি।
৭) মেন পরীক্ষার রেজাল্ট - আগামী বছরের ফেব্রুয়ারিতে।
৮) ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড - আগামী বছরের ফেব্রুয়ারি।
৯) ইন্টারভিউ - আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ।
১০) নিয়োগ - আগামী বছরের এপ্রিল।
আবেদন ফি:
জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদন ফি পড়বে ১৭৫ টাকা।
অনলাইনে আবেদনের ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন।