CA Exam 2024 Update: চার্টার্ড অ্যাকাউন্টসের ফাইনাল পরীক্ষা পিছিয়ে গেল। সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গ্রুপ টু, পেপার সিক্সের চার্টার্ড অ্যাকাউন্টস ফাইনাল কোর্সের পরীক্ষা আগামী ১৩ নভেম্বর হওয়ার কথা ছিল (CA Exam 2024 Postponed)। কিন্তু সেই পরীক্ষা পিছিয়ে ১৪ নভেম্বর করে দেওয়া হল। হাজারিবাগ, জামশেদপুর, ঝাড়খণ্ডের রাঁচি, ছত্তিশগড়ের রায়পুর,রাজস্থানের ঝুনঝুনুতে পরীক্ষা হওয়ার কথা। আগামী ১৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা দুটো থেকে ছটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA Exam 2024 Rescheduled)।
কেন পরীক্ষার রুটিনে বদল?
পরীক্ষার রুটিনে আচমকা এই বদল আনার কারণও জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস। ঝাড়খণ্ডে ওই দিন বিধানসভা ভোট রয়েছে। পাশাপাশি অন্য রাজ্যগুলিতে একই দিনে অর্থাৎ ১৩ নভেম্বর পড়েছে উপনির্বাচনের তারিখ। এই দুই নির্বাচনের জেরেই পিছোতে হয়েছে পরীক্ষা। তবে একদিন পিছনো হয়েছে পরীক্ষা। ১৩ নভেম্বরের বদলে ১৪ নভেম্বর ওই পরীক্ষা হবে বলে জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (ICAI)।
আরও পড়ুন - Job News: TCS-এ ৪০ হাজার নিয়োগ নিয়ে বড় আপডেট! কী বলছেন সংস্থার এইচআর
নতুন অ্যাডমিট কার্ড কবে?
পরীক্ষার তারিখ ও পরীক্ষাকেন্দ্রের তথ্য সাধারণত অ্যাডমিট কার্ডে দেওয়া থাকে। বেশ কিছু কেন্দ্রের অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। তাহলে কি তারিখ বদলের জন্য নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে? এই প্রসঙ্গে আইকাই (ICAI) জানিয়েছে, যারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছেন, তাদের আলাদা করে নতুন অ্যাডমিট কার্ড লাগবে না। পুরনো অ্যাডমিট কার্ড দিয়েই তারা পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে আইকাই।
আরও পড়ুন - ONGC Recruitment 2024: ONGC-তে ২০০০ পদে পরীক্ষা ছাড়াই নিয়োগ! কোথায় কীভাবে আবেদন করবেন?
অন্যান্য কেন্দ্রের পরীক্ষার তারিখে কি বদল?
এই কেন্দ্রগুলি বাদ দিয়েও দেশের আরও কিছু কেন্দ্রে চার্টার্ড অ্যাকাউন্টের ফাইনাল পরীক্ষা হচ্ছে। সেখানের পরীক্ষাগুলি কি অন্য তারিখে হবে? এই প্রসঙ্গে, নোটিসে বলা হয়েছে, ওই কেন্দ্রের পরীক্ষাগুলি নির্ধারিত তারিখেই হবে। অন্যান্য কেন্দ্রগুলির জন্য ১৮ তারিখ পরীক্ষার রুটিন ছিল। ওই দিনেই পরীক্ষা হবে বলে জানিয়েছে আইকাই।