বাংলা নিউজ > কর্মখালি > ICAI Exam : মে মাসের আবেদনকারীরা নভেম্বরে পরীক্ষাকেন্দ্র পালটাতে পারবেন

ICAI Exam : মে মাসের আবেদনকারীরা নভেম্বরে পরীক্ষাকেন্দ্র পালটাতে পারবেন

নভেম্বর মাসের পরীক্ষার সঙ্গেই মে মাসের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল ICAI।

২০২০ সালের মে মাসের পরীক্ষা বাতিল করে তা আগামী নভেম্বর মাসের পরীক্ষার সঙ্গেই নেওয়ার সিদ্ধান্ত নিল ICAI।

২০২০ সালের মে মাসের পরীক্ষা বাতিল করে তা আগামী নভেম্বর মাসের পরীক্ষার সঙ্গেই নেওয়ার সিদ্ধান্ত নিল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI)। সেই সঙ্গে মে মাসের আবেদনকারীদের নভেম্বর মাসে পরীক্ষা দেওয়ার জন্য আবেদনের ব্যবস্থাও করল ইনস্টিটিউট।

এর আগে ইনস্টিটিউটের তরফে বলা হয়েছিল, কোনও শিক্ষার্থী মে মাসের পরীক্ষা না দিলেও নভেম্বর মাসের পরীক্ষা দিতে পারবেন। তবে তার জন্য আর নতুন করে ফি দিতে হবে না এবং অন্যান্য সুযোগসুবিধাগুলিও পাওয়া যাবে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে দুটি সময়ের পরীক্ষা একই সঙ্গে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ICAI ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের মে মাসে পরীক্ষার জন্য আবেদন করা শিক্ষার্থীদের নভেম্বর ২০২০র পরীক্ষার জন্য নতুন আবেদন করার সময় গ্রুপ এবং পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করার বিকল্প থাকবে। পয়লা নভেম্বর থেকে এই পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থীরা।

ICAI'র পক্ষ থেকে বেশ কয়েকবার CA পরীক্ষা স্থগিত করা হয় এবং ছাত্রদের "অপ্ট-আউট" বিকল্প দেওয়া হয়। কিন্তু অনেকের কাছেই এটি অসম সুযোগ বলে বিবেচিত হয়। অপ্ট-আউট লিঙ্কটি ১৭ জুন থেকে ২০ জুন পর্যন্ত উপলব্ধ ছিল।

আশা করা হয়েছিল জুন মাসের শেষের দিকে কোভিড ১৯ এর তীব্রতা কমে যাবে। কিন্তু পরিস্থিতি উল্টো হয়। সংক্রমণ বাড়তে শুরু করে। তাই ১৫ জুন ২০২০ তারিখের ঘোষণার পর্যালোচনা জরুরি হয়ে পড়ে বলে জানিয়েছে ICAI। ঘোষণাপত্র সংশোধন করে তাতে যোগ করা হয় যে শিক্ষার্থীদের ইচ্ছে ও সুরক্ষার কথা মাথায় রেখে এ বছরের মে মাসের পরীক্ষা বাতিল করে এবছর নভেম্বর মাসের পরীক্ষার সঙ্গে তা যুক্ত করা হবে।

যদি শিক্ষার্থীদের কোনও প্রশ্ন থাকে তবে তারা কর্তৃপক্ষের কাছে 2020exam@icai.in এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সাধারণত, ICAI বছরে দু'বার অনুষ্ঠিত হয়। তবে এবার শেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। এখন আগামী পরীক্ষা এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে।

কর্মখালি খবর

Latest News

ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.