IDBI ব্যাঙ্কে এগজিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশনস পদে (IDBI ESO Recruitment 2024) নিয়োগ শুরু হল। অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবে ইচ্ছুক প্রার্থীরা। কারা আবেদন করতে পারবেন, কীভাবে কোথায় আবেদন করতে হবে, কতগুলি শূন্যপদ রয়েছে ইত্যাদি তথ্যগুলি দেওয়া হল এই প্রতিবেদনে।
মোট শূন্যপদের সংখ্যা
IDBI ব্যাঙ্কের এই নিয়োগ প্রক্রিয়ায় (IDBI ESO Recruitment) মোট ১০০০০টি শূন্যপদে নিয়োগ চলছে।
অসংরক্ষিত শ্রেণির জন্য - ৪৪৮
এসটি - ৯৪
এসসি - ১২৭
ওবিসি - ২৩১
ইডব্লিউএস - ১০০
পিডব্লিউবিডি - ৪০
আরও পড়ুন - বিধানসভা ভোটের জন্য এই রাজ্যগুলিতে পিছোল CA পরীক্ষা! জানুন নতুন তারিখ
কোথায় আবেদন করবেন?
IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এ গিয়ে আবেদন করতে হবে। কেরিয়ার অপশনে গেলেই পাওয়া যাবে আবেদনের নির্দিষ্ট পেজ (IDBI ESO Recruitment 2024 Application Process)।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু - ৭ নভেম্বর ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ - ১৬ নভেম্বর ২০২৪
অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ - ১ ডিসেম্বর ২০২৪
আবেদনের যোগ্যতা (IDBI ESO Recruitment 2024 Eligibility)
বয়স - আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ২ অক্টোবর ১৯৯৯ থেকে ১অক্টোবর ২০০৪-র মধ্যে জন্ম হতে হবে নির্দিষ্ট প্রার্থীর।
শিক্ষাগত - ইউজিসি, এআইসিটিই-র মতো সরকারি প্রতিষ্ঠান স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। যে কোনও শাখায় স্নাতক হলেই হবে।
আরও পড়ুন - Job News: TCS-এ ৪০ হাজার নিয়োগ নিয়ে বড় আপডেট! কী বলছেন সংস্থার এইচআর
নির্বাচন প্রক্রিয়া
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য একটি অনলাইন টেস্ট নেওয়া হবে।
এর পরবর্তী ধাপে নথি যাচাই করা হবে। যাকে ডকুমেন্ট ভেরিফিকেশন বলা হয়।
তার পরের ধাপে প্রিরিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্ট করা হবে।
অনলাইন টেস্টের নিয়মকানুন
অনলাইন টেস্টে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ানটিটেটিভ অ্যাপটিউড ও জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস/কম্পিউটার/আইটি ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হবে। পরীক্ষার জন্য মোট বরাদ্দ সময় ১২০ মিনিট। প্রতি প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটা হবে।