একাধিক অশিক্ষক কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (IIMC)। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ফর্ম্যাটে নয়া বছরের ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
শূন্যপদের বিবরণ:
• গ্রুপ ‘এ’ রেজিস্ট্রার পোস্ট : ১
• ডেপুটি রেজিস্ট্রার, গ্রুপ ১ ‘A’ পদ : ১
• সিনিয়র রিসার্চ অফিসার গ্রুপ A : ১
• গ্রুপ ১ 'A' অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার : ১
• গ্রুপ 'A' অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) : ১
• গ্রুপ ‘B’ সিনিয়র প্রাইভেট সেক্রেটারি: ১
• গ্রুপ 'B' সেকশন অফিসার : ২
• গ্রুপ ২ ‘B’ সিনিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টস: ২
• গ্রুপ 'B' অ্যাসিস্ট্যান্ট : ১
• গ্রুপ ২ ‘B’ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট : ২
• গ্রুপ: 'C' জুনিয়র স্টেনোগ্রাফার: ১
• গ্রুপ: ‘C’ LDC / টাইপিস্ট : ৪
যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি-সহ UGC ৭ পয়েন্ট স্কেল অথবা ৫৫% নম্বর বা এর সমতুল্য B গ্রেড থাকতে হবে।