কোভিড -১৯ পরবর্তী বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবন একটি মুখ্য ভূমিকা নেবে। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT-D) এর স্নাতক শিক্ষার্থীদের ‘আত্মনির্ভর ভারত’ কার্যকর করার আহ্বান জানিয়েছেন।
IIT দিল্লির ৫১ তম সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বলেন, ‘কোভিড-১৯-পরবর্তী বিশ্ব খুব আলাদা হতে চলেছে এবং এখানে প্রযুক্তি একটি বড় ভূমিকা নেবে। Covid -19 কাজের ধরণ পালটে দিয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি এখন কাজের ক্ষেত্রে বাস্তব হয়ে উঠছে । এটি আমাদের শিখিয়েছে, বিশ্বায়নের পাশাপাশি স্বনির্ভরতাও সমান গুরুত্বপূর্ণ। সরকার এখন ব্যবসায় সহজলভ্যতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যাতে আপনারা ধারণা এবং উদ্ভাবনের মাধ্যমে দেশবাসীর জীবনযাত্রা সহজ করতে কাজ করতে পারেন।'
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেশের বর্তমান সমস্যা সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ডিসাস্টার ম্যানেজমেন্ট, সৌরশক্তি উৎপাদন, ভূগর্ভের জলস্তর রক্ষা, টেলিমেডিসিন ও বড় ডেটা অ্যানালিসিস-এর মতো ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে। নতুন নতুন উদ্ভাবন, নতুন ধারণা ও চেষ্টার মাধ্যমে দেশের প্রয়োজনগুলো মেটানো যাবে। এই কারনেই আমার অনুরোধ দেশের প্রয়োজনগুলি চিহ্নিত করে আত্মনির্ভর ভারত গড়ার কাজে নিজেদের যুক্ত করুন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অতিমারির এই প্রতিকূল পরস্থিতিকে সুযোগে পরিণত করার কথা বলেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী স্নাতক শিক্ষার্থীদের নিজেদের চ্যালেঞ্জ চালিয়ে যেতে বলেছেন।
সমাবর্তন অনুষ্ঠানে র গেস্ট অফ অনার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক IIT দিল্লির ৬০ বছর পূর্তিতে অভিনন্দন জানান। স্বল্পমূল্যে কোভিড -১৯ টেস্টিং কিট-সহ সাম্প্রতিক কৃতিত্বের জন্য তিনি আইআইটি দিল্লির প্রশংসা করেন। তিনি দেশের উন্নয়নে স্নাতক শিক্ষার্থীদের অবদান রাখার জন্য উৎসাহ দেন।
আইআইটি দিল্লির উদ্যোগে অনলাইন সার্টিফিকেট প্রোগ্রাম eVIDYA র সূচনা করেন। এর মাধ্যমে ইনস্টিটিউট সাইবার ফিজিক্যাল সিস্টেম/ সিকিউরিটি, রিনিউ এবেল এনার্জি অ্যান্ড কনভার্সন, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে অনলাইন সার্টিফিকেট প্রোগ্রাম চালু করতে পারবে।