IIT Kanpur Campusing: ক্যাম্পাসিংয়ের শুরুতেই ছক্কা! ৪ কোটি টাকার প্যাকেজ পেলেন IIT কানপুরের ছাত্র
Updated: 03 Dec 2022, 11:52 AM ISTআইআইটি-কানপুর সূত্রে খবর, আন্তর্জাতিক ট্রেডিং সংস্থা জেন স্ট্রিট এক ছাত্রকে প্রায় ৪ কোটি টাকার প্যাকেজ অফার করেছে। এক্ষেত্রে উল্লেখ্য, চলতি প্লেসমেন্ট সিজনে IIT-দিল্লি এবং বম্বে-র আরও ২ জন পড়ুয়াও প্রায় ৪ কোটি টাকার অফার পেয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি