২০২২-এ আইআইটি খড়গপুরে বিদেশ থেকে মোট ৪৫টি অফার এসেছে। তার মধ্যে ২৮টি-ই জাপান থেকে। ৯টি তাইওয়ান, ৩টি মার্কিন যুক্তরাষ্ট্র, ২টি সিঙ্গাপুর থেকে। ফলে এশিয়ার দেশগুলির আইআইটি ইঞ্জিনিয়ারদের প্রতি আগ্রহ বেশ স্পষ্ট।
1/5আইআইটি পাশ করে বিদেশে চাকরি। এমনটা ভাবলেই সাধারণ সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও প্রযুক্তি সংস্থা কল্পনা করে নেন। কিন্তু বাস্তবে ছবিটা কিন্তু আলাদা-ও হতে পারে। তার প্রমাণ চলতি বছর IIT খড়গপুরের প্লেসমেন্ট-এর তালিকা। ফাইল ছবি: আইআইটি খড়গপুর
2/5এই বছর মোট চাকরির অফারের প্রায় ৮২%-ই এসেছে জাপান ও তাইওয়ান থেকে। অর্থাত্ প্রযুক্তি ক্ষেত্রে এশিয়ারই দুই শক্তিধর দেশে ডাক পাচ্ছেন ভারতের সেরা পড়ুয়ারা। ফাইল ছবি: শাটারস্টক
3/5২০২২-এ আইআইটি খড়গপুরে বিদেশ থেকে মোট ৪৫টি অফার এসেছে। তার মধ্যে ২৮টি-ই জাপান থেকে। ৯টি তাইওয়ান, ৩টি মার্কিন যুক্তরাষ্ট্র, ২টি সিঙ্গাপুর থেকে। ফলে এশিয়ার দেশগুলির আইআইটি ইঞ্জিনিয়ারদের প্রতি আগ্রহ বেশ স্পষ্ট। ফাইল ছবি: আইআইটি খড়গপুর
4/5আইআইটি খড়গপুরে চলতি বছর সবচেয়ে বেশি বার্ষিক বেতনের অফার ছিল ২.৬ কোটি টাকার। গত ১ ডিসেম্বর থেকে আইআইটি খড়গপুরে প্লেসমেন্ট প্রক্রিয়া শুরু হয়। প্রতিষ্ঠান সূত্রে খবর, মোট ১,৩০০টিরও বেশি চাকরির অফার এসেছে এই বছর। ফাইল ছবি: ফেসবুক
5/5IIT Kharagpur. (Mint file)১ কোটি থেকে ২.৬ কোটি টাকা পর্যন্ত বেতনের মোট ১০টি বড় অফার ছিল। দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের সংস্থা থেকে এই অফারগুলি এসেছে। ফাইল ছবি: মিন্ট