বাংলা নিউজ > কর্মখালি > পড়ুয়ার মৃত্যুতে টনক নড়ল IIT-র? শুরু পাঠ্যক্রম ‘হালকা’ করার তোড়জোড়

পড়ুয়ার মৃত্যুতে টনক নড়ল IIT-র? শুরু পাঠ্যক্রম ‘হালকা’ করার তোড়জোড়

পড়ার জন্য অহেতুক চাপ নিতে হবে না। (PTI)

IIT new syllabus: কিছুদিন আগে প্রতিষ্ঠানের বহুতল থেকে ঝাঁপ দেয় এক পড়ুয়া। তারপরেই পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে পাঠ্যক্রমে বদল আনার তোড়জোড় শুরু হল। প্রথম বর্ষের পাশাপাশি অন্যান্য শিক্ষাবর্ষের পাঠ্যক্রমেও বদল আসতে চলেছে।

প্রথম বর্ষের ছাত্রের আত্মহত্যায় টনক নড়ল মুম্বাই আইআইটির? ছাত্রদের উপর থেকে পড়াশোনার চাপ কমাতে তাদের পাঠ্যক্রমে বেশ কিছু কাটছাঁট করল প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটি। পাঠ্যক্রমকে আরও প্রাসঙ্গিক ও ‘কম চাপের’ বানাতেই এই বিশেষ পদক্ষেপ নিল প্রতিষ্ঠানের সিলেবাস কমিটি। এতে আগামী শিক্ষাবর্ষে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য ভর্তি হবে, তাদের উপর পড়ার বোঝা অনেকটাই কমবে বলে জানাচ্ছেন ওয়াকিবহলমহল। প্রতিষ্ঠানের তরফে জানানো হয় কিশোর চট্টোপাধ্যায় কমিটির প্রস্তাবিত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে। প্রাথমিকভাবে প্রথম বর্ষের পাঠ্যক্রম সংশোধনের পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দ্বিতীয় বর্ষের পাঠ্যক্রমও সংশোধনের কাজ শুরু করেছে। এর ফলে পরের বছর যেসব ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে পড়বে তাদের জন্য অনেকটাই কমবে সিলেবাসের ভার। প্রসঙ্গত আইআইটির বহুতল থেকে ঝাঁপ দেওয়া ১৮ বছরের পড়ুয়াটিও প্রথম বর্ষের পড়ুয়া ছিল।

সংবাদমাধ্যম সূত্রের খবর, শুধু এই দুটি বর্ষের সিলেবাসই নয়, একে একে প্রতিটি বর্ষেরই পাঠ্যক্রমই সংশোধন করা হবে। এতে ২০২৩ শিক্ষাবর্ষে আইআইটিতে যারা পা রাখতে চলেছে তাদের জন্য গোটা পাঠ্যক্রমই অনেকটা হালকা হতে চলেছে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়, প্রথম বর্ষের পাঠ্যক্রমে প্রযুক্তি বা কারিগরি বিষয় কিছুটা কমিয়ে হিউম্যানিটিজের কিছু বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্তাপ্রোনোরশিপ, ডিজাইন ও প্রোগ্রামের মতো বিষয়গুলি রাখা হয়েছে। আগের পাঠ্যক্রমে বিষয় ভিত্তিতে সর্বমোট ক্রেডিটের সংখ্যা ছিল অনেকটাই বেশি। এবারে ক্রেডিটের পরিমাণও কমছে সংশোধিত পাঠ্যক্রমে।

প্রতিষ্ঠানের এক অধ্যাপক সংবাদমাধ্যমকে জানান, প্রতিষ্ঠান এখন বুঝতে পারছে পরিবর্তনের (পাঠ্যক্রম) সময় এসেছে। পাঠ্যক্রমের জন্য অনেকেই কোর্সগুলি করতে উৎসাহ পাচ্ছে না। তাদের প্রবেশিকা পরীক্ষার নম্বর অনুযায়ী তারা যে কোর্সগুলি বেছে নিচ্ছে তাতেই সমস্যায় পড়তে হচ্ছে। সে কারণেই এবারে পুরো বিটেক কোর্সের জন্য সর্বমোট ক্রেডিট কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু বিষয়ে পড়ুয়াদের উপর থেকে পাঠ্যক্রমের চাপ অনেকটাই হালকা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোর্স বেছে নেওয়ার সময় তাদের বেশি বিকল্প দেওয়া হচ্ছে। এতে তাদের পড়াশোনাতে উৎসাহ আসবে। অনেক বেশি মনোবল পাবে তারা। পড়ার জন্য অহেতুক চাপ নিতে হবে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

কর্মখালি খবর

Latest News

১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.