বাংলা নিউজ > কর্মখালি > Gov Jobs: গত ৮ বছরে ২২ কোটি প্রার্থী ফর্ম ভরেছেন, কত জনের চাকরি হয়েছে?

Gov Jobs: গত ৮ বছরে ২২ কোটি প্রার্থী ফর্ম ভরেছেন, কত জনের চাকরি হয়েছে?

ফাইল ছবি : পিটিআই (PTI)

গত আট বছরে, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত ২২.০৫ কোটি প্রার্থী বিভিন্ন সরকারি চাকরির ফর্ম ফিলআপ করেছেন। তার মধ্যে মাত্র ৭.২২ লক্ষ বা, ০.৩৩% বিভিন্ন কেন্দ্রীয় সরকারী দফতরে চাকরি পেয়েছেন। বুধবার লোকসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্র।

ব্যবসা হলে তরকারি,

চাকরি হলে সরকারি!

করোনা লকডাউনের সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই দুই লাইন। স্থায়ীত্ব, সামাজিক স্বীকৃতি, ছুটির কথা মাথায় রেখে আজও সরকারি চাকরি সকলের চোখের মণি। তাছাড়া দেশের যে প্রান্তগুলিতে সেভাবে অন্য কোনও পেশার সুযোগ নেই, সেখানকার যুবসমাজের জন্য এটাই প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র উপায়।

কিন্তু সরকারি চাকরির পরীক্ষা তো মুখের কথা নয়। এমনিতেই বিপুল সিলেবাসের গুঁতো আছে। তার উপর সামান্য কয়েক হাজার পদের জন্য লক্ষ লক্ষ প্রার্থী পরীক্ষা দেন। তাঁদের মধ্যে কেউ কেউ আবার এই নিয়ে ২০-২২ বার সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন। ফলে প্রতিযোগিতা অকল্পনীয়। ভাল পরীক্ষা দিয়েও সামান্য কয়েকটা নম্বরের ফারাকে কেউ ছিটকে যেতে পারেন।

তা সত্ত্বেও সরকারি চাকরির জন্য ভিড় জমানো অব্যাহত। গত আট বছরে, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত ২২.০৫ কোটি প্রার্থী বিভিন্ন সরকারি চাকরির ফর্ম ফিলআপ করেছেন। তার মধ্যে মাত্র ৭.২২ লক্ষ বা, ০.৩৩% বিভিন্ন কেন্দ্রীয় সরকারী দফতরে চাকরি পেয়েছেন। বুধবার লোকসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্র।

এক লিখিত উত্তরে, কর্মী ও পেনশন মন্ত্রকের এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভাকে জানিয়েছেন, কোভিডের আগের বছর সবচেয়ে বেশি নিয়োগ হয়েছিল। ২০১৯-২০ সালে ১.৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়া হয়েছিল। তারপর যদিও মহামারীর কারণে নিয়োগ প্রক্রিয়া বিপর্যস্ত হয়। যদিও সেটা যে গত ৮ বছরে সর্বনিম্ন ছিল, তা কিন্তু নয়।

২০১৮-১৯ সালে, মাত্র ৩৮,১০০টি নিয়োগ করেছিল কেন্দ্র। এদিকে করোনার সময়ে, ২০২০-২১ সালে ৭৮,৫৫৫ জনকে চাকরি দেওয়া হয়েছে। তার পরের বছর, ২০২১-২২-এও কমেছে চাকরি। গত বছর ৩৮,৮৫০টি পদ পূরণ করেছে কেন্দ্র।

গত ৮ বছরে ৭.২২ লক্ষ নিয়োগ হলেও, এবার জেগে উঠছে কেন্দ্র। চলতি বছর ১৪ জুন কেন্দ্র ঘোষণা করে যে আগামী ১৮ মাসে 'মিশন মোডে' ১০ লক্ষ লোক নিয়োগ করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে জানানো হয়।

 

কর্মখালি খবর

Latest News

পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন রাস্তার লড়াইয়ে না পেরে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার, বিধিভঙ্গের অভিযোগে জুনের বিরুদ্ধে কমিশনে BJP ‘কবিগুরু গীতবিতান ছুঁড়ে মারতেন’, সাহানার গান শুনে কটাক্ষ! পালটা কী বললেন গায়িকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.