বাংলা নিউজ > কর্মখালি > India Post Recruitment 2021: পরীক্ষা নেই, শুধু দশম শ্রেণি পাশেই ভারতীয় পোস্টে ৪,৩৬৮ জন নিয়োগ

India Post Recruitment 2021: পরীক্ষা নেই, শুধু দশম শ্রেণি পাশেই ভারতীয় পোস্টে ৪,৩৬৮ জন নিয়োগ

ফাইল ছবি : টুইটার (Twitter)

উভয় ক্ষেত্রেই আবেদনের শেষ তারিখ ২৬ মে ২০২১।

বিহার ও মহারাষ্ট্রে গ্রামীণ ডাক সেবকের পদে নিয়োগের ঘোষণা করল India Post । বিহারে ১,৯৪০টি এবং মহারাষ্ট্রে ২,৪২৮ টি শূন্যপদে নিয়োগ হবে। উভয় ক্ষেত্রেই আবেদনের শেষ তারিখ আগামী ২৬ মে ।

দশম শ্রেণি পাশেই আবেদন করা যাবে। কোনও লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের বাছাই করা হবে মেধার ভিত্তিতে। দশম শ্রেণিতে নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। যদি কোনও প্রার্থীর উচ্চতর যোগ্যতা থাকে সেটি ধরা হবে না। গ্রামীণ ডাক সেবকের নিয়োগের মাধ্যমে ব্র্যাঞ্চ পোস্টমাস্টার, সহকারী ব্র্যাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবকের পদ পূরণ হবে।

বয়স সীমা :

সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। বয়স গণনা করা হবে ২৭ এপ্রিল ২০২১-এর ভিত্তিতে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে থাকবে ছাড়।

শিক্ষাগত যোগ্যতা :

স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণি পাস হতে হবে। দশম শ্রেণিতে গণিত, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাস নম্বর থাকতে হবে। দশম শ্রেণীতে স্থানীয় ভাষাও থাকা আবশ্যিক।
এর পাশাপাশি মান্যতা প্রাপ্ত কম্পিউটার শিক্ষাকেন্দ্র থেকে ৬০ দিনের নূন্যতম কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট জরুরি। 

বেতন : ১০,০০০ টাকা- ১৪,৫০০ টাকা

আবেদন করা যাবে India Post-এর ওয়েবসাইটে। 

বন্ধ করুন