আগামী ২৪ জুন থেকে ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় ভারতীয় বায়ুসেনায় নিয়োগ শুরু হবে। এমনটাই জানালেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী।
শুক্রবার একটি ভিডিয়োবার্তায় ভারতীয় বায়ুসেনার প্রধান বলেন, 'ভারত সরকার অগ্নিপথ প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের মাধ্যমে সামরিক বাহিনীতে চাকরি করতে পারবেন। এই প্রকল্পে আবেদনের বয়স ১৭.৫ থেকে ২১ রাখা হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রথমবার বয়সের সর্বোচ্চসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। তার ফলে দেশের যুব সম্প্রদায় উপকৃত হবে। ভারতীয় বায়ুসেনায় নিয়োগ প্রক্রিয়া আগামী ২৪ জুন থেকে শুরু হবে।'
আরও পড়ুন: Agnipath Scheme: ‘শীঘ্রই নিয়োগ শুরু হবে’, ‘অগ্নিপথ’ নিয়ে আগুনের মধ্যেই ঘুরপথে আশ্বাস রাজনাথের
কারা 'অগ্নিবীর' হতে পারবেন?
মহিলা এবং পুরুষ - 'অল ইন্ডিয়া, অল ক্লাস'-র ভিত্তিতে উভয়েই 'অগ্নিপথ' মডেলের আওতায় সামরিক বাহিনীতে নিয়োগের সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ('অগ্নিবীর'-দের দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রদানের প্রক্রিয়া চলছে)।
বয়স: ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছর (প্রথম বছরের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা বাড়িয়ে ২৩ করা হল)।
কতদিনের চাকরি? চার বছর।
চার বছর পর কতজন সামরিক বাহিনীতে থাকবেন?
যে 'অগ্নিবীর'-দের নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে সর্বাধিক ২৫ শতাংশ প্রার্থী বাহিনীতে থাকবেন। প্রতিটি ব্যাচ থেকে সামরিক বাহিনীর ‘রেগুলার ক্যাডারে’ সর্বাধিক ২৫ শতাংশ 'অগ্নিবীর'-কে অন্তর্ভুক্ত করা হবে।
বেতন কত হবে?
১) প্রথম বছর: মাসিক বেতন ৩০,০০০ টাকা। হাতে পাবেন ২১,০০০ টাকা। ৩০ শতাংশ অর্থ (৯,০০০ টাকা) সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ৯,০০০ টাকা দেবে ভারত সরকার।
২) দ্বিতীয় বছর: মাসিক বেতন ৩৩,০০০ টাকা। হাতে পাবেন ২৩,১০০ টাকা। ৯,৯০০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ৯,৯০০ টাকা দেবে ভারত সরকার।
৩) তৃতীয় বছর: মাসিক বেতন ৩৬,৫০০ টাকা। হাতে পাবেন ২৫,৫৮০ টাকা। ১০,৯৫০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ১০,৯৫০ টাকা দেবে ভারত সরকার।
৪) চতুর্থ বছর: মাসিক বেতন ৪০,০০০ টাকা। হাতে পাবেন ২৮,০০০ টাকা। ১২,০০০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ১২,০০০ টাকা দেবে ভারত সরকার।
আরও পড়ুন: Agniveer Recruitment: বিক্ষোভের মধ্যে ‘অগ্নিবীর’ নিয়োগে ২ বছরের ছাড়, প্রথমবার কতদিন আবেদন করা যাবে?
চার বছর চাকরির পর কত টাকার প্যাকেজ মিলবে?
'সেবা নিধি প্যাকেজ'-র আওতায় ১১.৭১ লাখ টাকা মিলবে। সেইসঙ্গে আয়কর দিতে হবে না ‘অগ্নিবীর’-দের।