কোভিড বিধিনিষেধের কারণে নিয়োগ কমেছে। ফলে জনবলের অভাব অনুভব করছে ভারতীয় সেনা। এখনও কাজে সরাসরি প্রভাব না পড়লেও, নয়া নিয়োগের চাহিদা অনুভুত হচ্ছে। ওয়াকিবহাল মহল সূত্রে মিলছে এমনটাই খবর।
সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ১,২০,০০০ সৈন্যের ঘাটতি রয়েছে (অফিসার পদমর্যাদার নিচের ক্যাডার)। শুধু তাই নয়, প্রতি মাসে ৫,০০০ করে সৈন্য ঘাটতি বাড়ছে।
বর্তমানে ভারতীয় সেনায় ১২ লক্ষ জওয়ান রয়েছেন। দেখুন : বৈশাখীর আনন্দে কাশ্মীরের কচিকাচাদের সঙ্গে ভাঙড়া সেনা জওয়ানদের! আনন্দে মাতল খুদেরা
'নিয়োগ স্থগিত হওয়ার কারণে চাপ বেড়েছে। কিন্তু ফ্রন্ট লাইন ইউনিটের দক্ষতা কমেনি। তবে এই সংক্রান্ত পরিকল্পনার উপর জোর দেওয়া হচ্ছে। বর্তমানে যাতে এই জনবল নিয়েই কাজ করা যায়, সেই পরিকল্পনাই করা হচ্ছে,' নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র অফিসার এমনটাই জানিয়েছেন।
কোভিড পরিস্থিতি স্থিতিশীল। তা সত্ত্বেও নিয়োগে স্থগিতাদেশ তোলা হয়নি। আন্তর্জাতিক ফ্লাইট, শপিং মল, সিনেমা হল -চালু হয়েছে। কিন্তু সেনাবাহিনীতে নিয়োগ এখনও বন্ধ রয়েছে।
প্রাক-কোভিড সময়ে, প্রতি বছর গড়ে ১০০টি নিয়োগ ড্রাইভ হত। প্রতি ক্ষেত্রেই ৬-৮টি জেলা কভার করা হত। কোভিডের আগে, সেনাবাহিনী ২০১৯-২০ সালে ৮০,৫৭২ জন এবং ২০১৮-১৯ সালে ৫৩,৪৩১ জন প্রার্থী নিয়োগ করেছিল। নিশ্চিতভাবে বলা যায়, মহামারীটি সেনাবাহিনীতে অফিসার ইনটেককে প্রভাবিত করেনি।