
Indian Army jobs 2020: শতাধিক অফিসার পদে নিয়োগ, আবেদন ১২ নভেম্বরের মধ্যে
১ মিনিটে পড়ুন . Updated: 18 Oct 2020, 01:20 PM IST- মোট শূন্য পদের সংখ্যা ১৯১। ১২ নভেম্বর, ২০২০ তারিখের মধ্যে আবেদন জানানো যাবে।
করোনা প্রকোপের মধ্যেই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনা। SSC অফিসার পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। মোট শূন্য পদের সংখ্যা ১৯১। ১২ নভেম্বর, ২০২০ তারিখের মধ্যে আবেদন জানানো যাবে।
করা আবেদন করতে পারবেন:
ইঞ্জনিয়ারিংয়ে স্নাতক অবিবাহিত পুরুষ ও মহিলারা এবং বা চূড়ান্ত বর্ষের ইঞ্জনিয়ার পড়ুয়ারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
সেনা অফিসারের বিধবা স্ত্রীরাও এই পদে আবেদনের যোগ্য।
ইন্ডিয়ান আর্মি কোর্স ২০২১ সালের এপ্রিল মাস থেকে তামিলনাড়ুর চেন্নাইতে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে (OTA) শুরু হবে।
বয়স সীমা:
SSC(Tech) পুরুষ - ৫৬ বছর
SSCW(Tech) মহিলা - ২৭ বছর
এই বয়স সীমা ২০২১ সালের ১ এপ্রিলের মধ্যে হওয়া আবশ্যক।
বিধবাদের ক্ষেত্রে ২০২১ সালের ১ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থী নির্বাচন হবে দুটি পর্যায়ে। স্টেজ ১ উত্তীর্ণ হলে স্টেজ ২ তে পৌঁছনো যাবে।
স্টেজ ১ এ অকৃতকার্য হলে আর কোনও সুযোগ থাকবে না।