আগামী ১২ মার্চ থেকে কটকে নিয়োগের (রিক্রুটমেন্ট) র্যালি শুরু করতে চলেছে ভারতীয় সেনা। তা চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। সেজন্য গত ১১ জানুয়ারি থেকে নথিভুক্তকরণের (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে joinindianarmy.nic.in সাইটে আবেদন জানাতে পারবেন।
ভারতীয় সেনার তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পুরী, ভদ্রক, কটক, খঢ়দা, বালাসোর, ময়ূরভঞ্জ, জাজপুর, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া এবং নয়াগড় জেলার যোগ্য প্রার্থীদের ভারতীয় সেনায় নিয়োগের জন্য র্যালি আয়োজিত হবে। কোভিড-১৯ মহামারী পরিস্থিতির উপর নির্ভর করে র্যালির আয়োজনের নির্দিষ্ট স্থান এবং সময় পরে জানানো হবে।’
র্যালি শুরুর ১৫ দিন আগে প্রার্থীদের নথিভুক্ত ইমেল-আইডিতে অ্যাডমিট কার্ড পাঠাবে ভারতীয় সেনা। জেনারেল ডিউটি, টেকনিকাল, টেকনিকাল (অ্যাভিয়েশন বা অ্যামিউনেশন এগজামিনার), টেকনিকাল নার্সিং অ্যাসিসট্যান্ট বা নার্সিং অ্যাসিসট্যান্ট ভেটেরিনারি, ক্লার্ক বা স্টোর কিপার টেকনিকাল, ট্রেডসম্যান (অল আর্মস) (দশম শ্রেণি উত্তীর্ণ) এবং ট্রেডসম্যান (অল আর্মস) (অষ্টম শ্রেণি উত্তীর্ণ) পদে নিয়োগের জন্য কটকে সেনা নিয়োগ কার্যালয়ে (আর্মি রিক্রুটমেন্ট অফিস) র্যালি আযোজিত হবে।