Indian Army Recruitment 2022 : ভারতীয় সেনাবাহিনীর টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স (TGC 136)-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা এর জন্য আবেদন করতে পারবেন।
IMA দেরাদুনে ২০২৩ সালের জানুয়ারি থেকে ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ী কমিশনের জন্য ১৩৬ তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স (TGC 136) শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ৯ জুন পর্যন্ত joinindianarmy.nic.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিবরণ
মোট পদ - ৪০ টি
ইঞ্জিনিয়ারিং এর কোন কোন ক্ষেত্রে কোন শূন্যপদ আছে জেনে নিন:
সিভিল - ০৯
আর্কিটেকচার - ০১
মেকানিকাল - ০৬
ইলেকট্রিক্যাল - ০৩
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি / এমএসসি কম্পিউটার সায়েন্স - ০৮
আইটি - ০৩
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন - ০১
ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন - ০৩
অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস - ০১
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং - ০১
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং - ০১
যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং ডিগ্রি: ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রার্থীদের ০১ জানুয়ারি ২০২৩-এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করতে হবে। কারণ পরে IMA-তে প্রশিক্ষণের ১২ সপ্তাহের মধ্যে তাঁদের ডিগ্রি দেখাতে হবে।
বয়স সীমা
২০ বছরথেকে ২৭ বছর। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০২ জানুয়ারি ১৯৯৬ থেকে ১ জানুয়ারি ২০০৩-এর মধ্যে হতে হবে।
নির্বাচন
প্রার্থীদের তাঁদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের এসএসবি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেটি পাঁচ দিন স্থায়ী হবে। ইন্টারভিউ শেষে মেডিকেল পরীক্ষা হবে।