হিমাচল প্রদেশ, বিহার, গুজরাত ও তেলেঙ্গানায় ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের যে কোনও প্রান্তের আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
হিমাচল প্রদেশে ভারতীয় সেনায় নিয়োগের সমাবেশ:
হিমাচল প্রদেশের হামিরপুর, বিলাসপুর ও উনাতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি। উনার ইন্দিরা গান্ধী স্পোর্টস স্টেডিয়ামে আগামী ১ মার্চ এই সমাবেশ (রিক্রুটমেন্ট র্যালি) হবে।
বিহারে ভারতীয় সেনায় নিয়োগের সমাবেশ:
গয়ার অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে MTS, কুক, ড্রাইভার পদে নিয়োগ করবে। আবেদনের শেষ আগামী ১ ফেব্রুয়ারি।
গুজরাতে ভারতীয় সেনায় নিয়োগের সমাবেশ:
স্টোর কিপার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সোলজারের বিভিন্ন পদে নিয়োগ হবে।
তেলাঙ্গানায় ভারতীয় সেনায় নিয়োগের সমাবেশ:
২০ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চলবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নজর রাখতে হবে সেনা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-তে।