ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে চাকরির সুযোগ। গ্রুপ-বি নন-গেজেটেড পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছে।
কোথায় নিয়োগ
চেন্নাই, তুতিকোরিন, দিগলিপুর, ক্যাম্পবেল বে, জখাউ, কলকাতা এবং হলদিয়াতে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
মেকানিকাল/ইলেক্ট্রিকাল/মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পাশ। নিজস্ব ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারেন।
বয়সসীমা
সর্বোচ্চ ৩০ বছর। সংরক্ষিত তালিকাভুক্তদের অবশ্য বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
বেতন
মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১১২,৪০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২১ -এর মধ্যে আবেদন সারতে হবে। পোস্ট-এর মাধ্যমে যেহেতু আবেদন করা হবে, তাই চার-পাঁচদিন আগে অর্থাত্ ৮ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন পাঠিয়ে দেওয়া ভালো।
আবেদনের পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে ফর্ম মিললেও আবেদন করা যাবে না।
ফর্ম যে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে: https://www.indiancoastguard.gov.in/
ফর্ম ফিলআপ-এর পর যে ঠিকানায় পাঠাবেন : Director-General (For CSO (Rectt), Coast Guard Headquarters, Directorate of Recruitment, C-1, Phase 2, Industrial Area, Sector 62, Noida, UP