
Indian Railways Jobs: শূন্যপদ ১,৬৬৪, নিয়োগের আবেদন চলছে ভারতীয় রেলে, বাড়ল সময়সীমা
১ মিনিটে পড়ুন . Updated: 03 Nov 2021, 04:06 PM ISTপ্রার্থীরা RRC NCR-এর rrcpryj.org অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীরা RRC NCR-এর rrcpryj.org অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
নর্থ-সেন্ট্রাল রেলওয়েতে শিক্ষানবীশদের জন্য সুবর্ণ সুযোগ। প্রার্থীদের এই পদে আবেদনের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় রেল। প্রার্থীরা RRC NCR-এর rrcpryj.org অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের তারিখ
গত ২ অগস্ট থেকে নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২০ সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল-আপ চলার কথা ছিল। পরে সময়সীমা বাড়িয়ে ১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
মোট কতজনকে নেওয়া হবে?
মোট ১,৬৬৪ জন শিক্ষানবীশকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ ম্যাট্রিক (দশম শ্রেণি) বা দ্বাদশ পাশ বা সমতুল্য উত্তীর্ণ হতে হবে।
ট্রেড ওয়েল্ডার, ওয়্যারম্যান এবং কার্পেন্টারের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। এক্ষেত্রে স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি-র নির্দিষ্ট ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। বয়সসীমা ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষানবীশ করে লাভ আছে?
শিক্ষানবীশদের উত্তর মধ্য রেলওয়ের বিভিন্ন দফতর ও ওয়ার্কশপে শিক্ষানবীশ আইন ১৯৬১-র অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে।নির্দিষ্ট হারে স্টাইপেন্ডও পাবেন নিযুক্ত প্রার্থীরা। এর পরে যদিও রেলেই স্থায়ী কাজ মিলবে এমন কোনও কথা নেই। কিন্তু এরপরে চুক্তিভিত্তিক, বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের আবেদনে এই অভিজ্ঞতা লাভদায়ক।
আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না।