বাংলা নিউজ > কর্মখালি > Indian Railways Recruitment 2021: রেলে চাকরির আবেদনের জন্য আর মাত্র কয়েকদিন বাকি! জানুন বিশদে

স্পোর্টস (খেলাধুলো) কোটায় নিয়োগ করবে ভারতীয় রেল। মধ্য রেলে ৫/৪, ৩/২ লেভেলের পদে নিয়োগ করা হবে।

তারিখ

গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ আগামী ২৭ ডিসেম্বর। প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ওয়েবসাইটে যেতে ক্লিক করুন এইখানে।

শূন্যপদের বিবরণ

মোট ২১ টি পদে নিয়োগ করা হবে। ৫/৪ লেভেলে শূন্যপদের সংখ্যা তিন। ৩/২ লেভেলে ১৮ জনকে নিয়োগ করা হবে।

বয়সসীমা

সর্বনিম্ন বয়স ১৮। সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে বয়সসীমা নির্ধারণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

১) ৫/৪ লেভেল: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।

২) ৩/২ লেভেল: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষা বা মাধ্যমিকের পর নির্দিষ্ট বিভাগে NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

ট্রায়ালের মাধ্যমে নিয়োগ হবে। ট্রায়ালের পর যোগ্য প্রার্থীরা নিয়োগের পরবর্তী পর্যায়ের ছাড়পত্র পাবেন। ট্রায়ালে ৪০-এর মধ্যে কমপক্ষে ২৫ নম্বর পেতে হবে।

আবেদন ফি

প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হব। যে প্রার্থীরা বৈধ বলে বিবেচিত হবেন এবং ট্রায়ালে অংশগ্রহণ করবেন, তাঁরা ৪০০ টাকা ফেরত পেতে পারেন। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এক্স-সার্ভিসম্যান, মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা।

বন্ধ করুন