Indian Railways Recruitment: গ্রুপ ‘সি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ভারতীয় রেলের, আবেদনের লিঙ্ক রইল এখানে
1 মিনিটে পড়ুন . Updated: 11 Jan 2022, 06:48 PM IST- শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ যাবতীয় তথ্য জেনে নিন।
স্পোর্টস কোটায় গ্রুপ 'সি' পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ-মধ্য রেল। মোট শূন্যপদের সংখ্যা ২১। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন।
শূন্যপদের বিবরণ:
গ্রুপ 'সি' পোস্টে ২১ জনকে নিয়োগ করা হবে। গ্রেড পে ২,০০০ টাকা/১,৯০০ টাকার (সপ্তম পে কমিশনে লেভেল ৩/২)। মাসিক বেতনক্রম হল ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা।
কোন খেলার কতজন খেলোয়াড়কে নিয়োগ করা হবে?
কারা আবেদন করতে পারবেন?
অসম, মেঘালয়, মণিপর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশের পানজি মহকুমা ও লাহুল-স্পিতি জেলা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ হতে হবে। ( ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স নির্ধারিত হবে)। তবে শ্রেণির প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন না।
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সঙ্গে থাকতে হবে আইটিআই ডিগ্রি (টেকনিকাল ট্রেডের জন্য আইটিআই গুরুত্বপূর্ণ, গ্রেড পে ১,৯০০ টাকা)। অন্যান্য ক্যাটেগরির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গ্রেড পে ২,০০০ টাকা/১,৯০০ টাকা।
কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা দক্ষিণ-মধ্য রেলের অফিসিয়াল ওয়েবসাইট scr.indianrailways.gov.in বা দক্ষিণ-মধ্য রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (আরআরসি) সাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন।