Unemploymet Rate: অক্টোবরের মতোই, নভেম্বরেও দেশের ... more
Unemploymet Rate: অক্টোবরের মতোই, নভেম্বরেও দেশের সর্বোচ্চ বেকারত্বের হার হরিয়ানায় (৩০.৬%)। তারপরেই রাজস্থানে ২৪.৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২৩.৯ শতাংশ, বিহারে ১৭.৩ শতাংশ এবং ত্রিপুরায় ১৪.৫ শতাংশ।
1/6তিন মাসের সর্বোচ্চে ভারতের বেকারত্বের হার। ১ ডিসেম্বর গত মাসের(নভেম্বরের) পরিসংখ্যান প্রকাশ করে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)। তাই থেকে মিলেছে এই তথ্য। ফাইল ছবি : পিটিআই (Pixabay)
2/6CMIE জানিয়েছে যে শহরাঞ্চলে বেকারত্বের হার ৮.৯৬ শতাংশেরও বেশি ছিল। অন্যদিকে গ্রামীণ এলাকায় সেটি ৭.৫৫ শতাংশ ছিল। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
3/6তার আগের মাসে, ২০২২ সালের অক্টোবরে, শহুরাঞ্চলে বেকারত্বের হার ছিল ৭.২১ শতাংশ। অন্যদিকে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ছিল ৮.০৪ শতাংশ। প্রতীকী ছবি : ইকোনমিক টাইমস (Pixabay)
4/6অক্টোবরের মতোই, নভেম্বরেও দেশের সর্বোচ্চ বেকারত্বের হার হরিয়ানায়(৩০.৬%)। তারপরেই রাজস্থানে ২৪.৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২৩.৯ শতাংশ, বিহারে ১৭.৩ শতাংশ এবং ত্রিপুরায় ১৪.৫ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (Pixabay)
5/6নভেম্বরে সর্বনিম্ন বেকারত্বের হার ছিল ছত্তিশগড় (০.১%), উত্তরাখণ্ড (১.২%), ওড়িশা (১.৬%), কর্ণাটক (১.৮%) এবং মেঘালয়ে (২.১%)। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Pixabay)
6/6এর আগে অক্টোবরে ভারতের বেকারত্বের হার ছিল ৭.৭৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৬.৪৩ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Pixabay)