বাংলা নিউজ > কর্মখালি > কোনও শিক্ষক ছাড়াই UPSC-তে দেশে ২০তম অনুষ্কা শর্মা

কোনও শিক্ষক ছাড়াই UPSC-তে দেশে ২০তম অনুষ্কা শর্মা

ছবি: ফেসবুক (Facebook)

মঙ্গলবার ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২৩-এর ফাইনাল ফলাফল বের হয়েছে। মঙ্গলবার ইউপিএসসি সিভিল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে। UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় দেশে ২০ তম স্থান পেলেন মধ্যপ্রদেশের ইন্দোরের অনুষ্কা শর্মা। আর তার জেরেই খবরের শিরোনামে এসে গিয়েছেন তিনি।

কোনও টিউশন, বিশেষ ট্রেনিং ছাড়াই বাজিমাত। UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় দেশে ২০ তম স্থান পেলেন মধ্যপ্রদেশের ইন্দোরের অনুষ্কা শর্মা। আর তার জেরেই খবরের শিরোনামে এসে গিয়েছেন তিনি।

মঙ্গলবার ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২৩-এর ফাইনাল ফলাফল বের হয়েছে। মঙ্গলবার ইউপিএসসি সিভিল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: Kashmir: UPSC-তে নজর কাড়ল কাশ্মীর, পরপর সাফল্য, কীভাবে প্রস্তুতি, HT-কে জানালেন কৃতীরা

উল্লেখযোগ্য বিষয় হল, অনুষ্কা কিন্তু শর্মা পরিবারের প্রথম IAS নন। এর আগে তাঁর ক্ষুড়তুতো দিদি হিমানি শর্মাও এই পরীক্ষায় সফল হয়েছেন। বর্তমানে একজন আইএএস অফিসার তিনি। তাঁকেই নিজের অনুপ্রেরণা বলে জানিয়েছেন অনুষ্কা শর্মা। তিনি জানান, 'এটি আমার তৃতীয় অ্যাটেম্পট ছিল। এবারে যে ক্র্যাক করবই, সেই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।'

'আমি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে স্নাতক। তারপরে UPSC অফিসার হওয়ার চেষ্টা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম,' জানালেন অনুষ্কা।

অনুষ্কা শর্মা জানিয়েছেন, তাঁর কাজিন হিমানি শর্মা, যিনি নিজে একজন আইএএস অফিসার, তিনিই তাঁকে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করেছিলেন। অনুষ্কা বলেন, 'আমি কোনো কোচিং ইনস্টিটিউটে পড়িনি। কিন্তু প্রস্তুতি কেমন হয়েছে, তা পরীক্ষা করার জন্য কিছু মক টেস্ট দিয়েছিলাম।'

অনুষ্কা শর্মার বাবা একজন ব্যাঙ্ক অফিসার ছিলেন। বদলির চাকরি ছিল। অনুষ্কা মুম্বই থেকে দশম শ্রেণীর পাঠ শেষ করেন। তারপরে তিনি চণ্ডীগড়ে দুই বছর পড়াশোনা করেছেন। তিনি জানালেন, এরপরে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে অর্থনীতিতে স্নাতক হন।'

অনুষ্কা গান শুনতে খুব পছন্দ করেন। তাই পড়াশোনার মাঝে যখনই কিছুটা সময় পেতেন, গান শুনতেন। তিনি জানলেন, নাচতেও ভালোবাসেন। UPSC প্রস্তুতির সময়ে তিনি নাচ এবং ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রেখেছিলেন। আরও পড়ুন: UPSC-তে রাজ্য সেরা শিলিগুড়ির চৈতন্য খেমানি, ব্যর্থতা থেকে শিক্ষা, হাল ছাড়েননি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন